মহুয়ার বন, কোয়েল নদী, হিমালয় গড়ানো ঝাউবন।
চকচকে সাঁওতাল মেয়ে, দোলে আর দোলে, বাজেরে মাদল।
চমকায়। বুনো গন্ধে বিবিধ ডুব সাঁতার, আহা, নেবে যাই,
ভিজে যাই, আকণ্ঠ ডুবে যাই, এই দূরান্তেও। তন্ময়, আহা।

মন ক্যালেন্ডারের পাতায় লেগেছে যুগান্ত বছরের ছাপ,
অজান্তে এবং, জেনেশুনে, পেন্সিল, মার্কারের আনমনা দাগ।
বাতাসের সোঁদা গন্ধ ছাপানো পোড়া পাতার বিবর্ণ হাওয়া,
এত বছর পরে হার মানে সব। কি এক বসন্ত দাপট।

মুক্তি নেই। অসীম যে ইলাস্টিক ব্যাসার্ধ এখানে, মুক্তি নেই।
নীলগ্রহ, তোমার নাগরিক আমি, আমার কোন মুক্তি নেই।
আমি সসীম প্রাণ এক। তারাভৃত্য সামান্য যে একটা গ্রহ,
সেখানেও আছে কৃষ্ণগহব্বরীয় টান। আমার মুক্তি নেই।