সে এক ধূসর সময়ের কথা
মৃত সব তারকার আলো এসে খেলা করে,
আশ্চর্য রঙের সে আলো –আমার গভীর বিশ্বাসে
চেয়ে দেখি কোন এক দৈব নৌকো ছুটে চলে
সময় থমকে যায় কোন এক ঘরের ভিতর,
কোন সে ঘর?
সেইখানে আমার উন্মুখ হৃদয় সমর্পণ করে
নক্ষত্রের আলোয় হেঁটে যেতে যেতে
আমি অবনত হই,সেই নক্ষত্রের কাছে
যে তার মৃদু আলো নিয়ে আজ টিকে আছে
তার প্রজ্বলিত শেষ স্বর্গীয় আভা
আশ্চর্য এক শহর যেন– দাঁড়িয়ে রয়েছে সন্মুখে।