বদলে গেছে আজ, আমার বেঁচে থাকার আকাঙ্খা।
বদলে গেছে আমার চক চকে সুখের বিলাসী ভাবনা।

হিংস্র ভাব লুকিয়ে নিরিহ দর্শন বিষে,
আকাঙ্খায় পরে থাকি মৃত্যূর বার্তা নিয়ে।
মাতালের মন থেকে খুনির খেয়ালে ঘুরে বেড়াই –
ঝলমলে রোদ্রকে ঢেকে দেই কালোমেঘের কান্নায়।

জ্বল জ্বলে হিংসার চোখে চেয়ে থাকি কুশলী মিথ্যার পানে।
কেউ তার একচুলও মানেনা,
স্বপ্নকে বলি দিয়ে অপাঙক্তেয়র চরণে;
আমি শুধু জানি –
বদলে বদলে তাই সুর তুলি সময়ের ছন্দে কষ্টে রসিকতায়।
বুঝার অসাধ্যে, চুরি করি স্মৃতির নিষ্ঠুরতা;
সুভাসিত ফুলের সৌরভহীনতায় উড়ে যাই পতঙ্গ হয়ে।