লিখেছেন: মেহেদী তুহিন

মেডিক্যালের স্টুডেন্ট হিসেবে আমি যখন আমার জীবন শুরু করলাম হঠাৎ করে অনুভব করলাম এনাটমি অংশটা যথেষ্ট কঠিন; অন্তত আমার জন্য। তাই একটু সহজ ভাবে নিজ মাতৃভাষায় বোঝার জন্য দ্বারস্থ হলাম গুগোল মামার নিকট। কিন্তু গুগোল মামা আমাকে নিরাশ করল। তাই চিন্তা করলাম আমার মতো যাদের সমস্যা বা ভবিষ্যতে যারা আমার মতো সমস্যা অনুভব করবে তাদের জন্য কিছুটা সহজভাবে বাংলায় মূল বিষয় গুলো লেখার চেষ্টা করি।

আমি নিজে খুব ডিটেইলস এর দিকে যাবো না; মূলত বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তবে কেউ মূল এনাটমি বই পড়ার আগে আমার লেখায় যদি চোখ বুলিয়ে নেয় তাহলে যাতে তার জন্য বুঝা সহজ হয় সেই চেষ্টাটুকু করবো। তবে আমার লেখায় মূল নাম গুলো অবশ্যই ইংরেজিতে থাকবে আর সে সাথে ল্যাটিন এবং গ্রীক শব্দ যেখানে যেখানে প্রয়োজন আমি ব্যবহার করব। চলুন তাহলে শুরু করি।

মূল বিষয় শুরু করার আগে একটু মানব দেহ নিয়ে আলোচনা করি। মানব দেহ কি? তা আমি আপনি সবাই জানি। তবে একটু জানিয়ে রাখি আমাদের এই মানব দেহ (এখানে সব আলোচনার স্ট্যান্ডার্ড ধরা হবে মূলত প্রাপ্ত বয়স্ক মানব দেহ) কিন্তু প্রায় ১০০ ট্রিলিয়ন (১ ট্রিলিয়ন = ১০^১২ অর্থাৎ ১ এর পর ১২ টা শুন্য হবে) কোষ দ্বারা গঠিত। এখন এই মানব দেহের আকার মানুষ ভেদে বিভিন্ন রকমের হয়। যেমন – উন্নত বিশ্বে পুরুষ মানব দেহ লম্বায় এভারেজে হয় ৫ ফিট ৭ ইঞ্চি থেকে ৫ ফিট ১১ ইঞ্চি পর্যন্ত। আর নারী মানব দেহ হয় ৫ ফিট ২ ইঞ্চি থেকে ৫ ফিট ৭ ইঞ্চি পর্যন্ত। এখন কে কেমন লম্বা হবে তা কিসের উপর নির্ভর করবে। তা মূলত দুইটি বিষয়ের উপর নির্ভরশীল। এক জীন, দুই ডায়েটের উপর। আমি আর ঐ দিকে বিস্তারিত আলোচনা করবো না কারণ এইটা আমার আলোচনার বিষয় না। আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি।

আমাদের এই মানব দেহের এনাটমি আলোচনা করতে গেলে বিভিন্ন দিক থেকে শুরু করা যায়। তবে আমি প্রথমে হাড়গোড় দিয়ে শুরু করবো আর এক্ষেত্রে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অর্থাৎ উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে বর্ণনা করে যাবো। এখানে একটু বলে নেই এই হাড়গোড় এবং এ সম্পর্কিত বিষয় নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে বলা হয় Osteology.

আমরা জানি আমাদের মানব দেহে রয়েছে কতগুলো Organ systems. যেমন-

 • musculoskeletal system
 • cardiovascular system
 • digestive system
 • endocrine system
 • integumentary system
 • urinary system
 • lymphatic system
 • immune system
 • respiratory system
 • nervous system
 • reproductive system

আমাদের আলোচিত হাড়গোড় হল musculoskeletal system এর অন্তর্গত। মূলত এই musculoskeletal system আবার muscular system ও skeletal system নিয়ে গঠিত সেই অর্থে আরো নির্দিষ্ট করে বলতে গেলে হাড়গোড় হল skeletal system এর অন্তর্গত। ও আরেকটা কথা musculoskeletal system এর আরেক নাম হল locomotor system.

আমাদের মানব দেহে মোটামুটি ২০৬ টি হাড় রয়েছে। অবশ্য ব্যক্তি এবং বয়সভেদে কিছুটা ভিন্নতা দেখা যায়। যেমন- নবজাত শিশুদের দেহে ২৭০ টির মতো হাড় থাকে। পরে বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু হাড় একত্রিত হয়ে গেলে হাড়ের সংখ্যা কমে আসে। তো চলুন মোটামুটি ২০৬ টি হাড় দেখা একঝলকে দেখে নেয়া যাক। পরবর্তীতে প্রতিটি নিয়ে বিস্তাতারিত আলোচনা করবো।

Cranial: … এটি মূলত skull এর অংশ। মোট ৮ টি হাড় নিয়ে Cranial গঠিত।

 • frontal bone
 • parietal bone (2)
 • temporal bone (2)
 • occipital bone
 • sphenoid bone
 • ethmoid bone

Facial bones: … এটি ও skull এর অংশ। এখানে থাকে ১৪ টি হাড়।

 • mandible
 • maxilla (2)
 • palatine bone (2)
 • zygomatic bone (2)
 • nasal bone (2)
 • lacrimal bone (2
 • vomer bone
 • inferior nasal conchae (2)

In the middle ears: … এখানে হাড়ের সংখ্যা ৬।

 • malleus (2)
 • incus (2)
 • stapes (2)

In the throat : … এখানে ১ টি হাড় রয়েছে।

 • hyoid bone

In the shoulder girdle : এখানে ৪ টি হাড় রয়েছে।

 • scapula or shoulder blade (2)
 • clavicle or collarbone (2)

In the thorax : ২৫ টি হাড় রয়েছে thorax এ।

 • sternum or breastbone
 • ribs (2 x 12)

In the vertebral column : এখানে রয়েছে ২৪ টি হাড়।

 • cervical vertebrae (7)
 • thoracic vertebrae (12)
 • lumbar vertebrae (5)

In the arms : ২ টি হাড় রয়েছে।

 • Humerus (2)

In the forearms : ৪ টি হাড় রয়েছে।

 • radius (2)
 • ulna (2)

In the hands : মোট ৫৪ টি হাড় রয়েছে।
Carpal (wrist) bones:

 • scaphoid bone (2)
 • lunate bone (2)
 • triquetrum bone (2)
 • pisiform bone (2)
 • trapezium (2)
 • trapezoid bone (2)
 • capitate bone (2)
 • hamate bone (2)

Metacarpus (palm) bones:

 • metacarpal bones (5 × 2)

Digits of the hands (finger bones or phalanges):

 • proximal phalanges (5 × 2)
 • intermediate phalanges (4 × 2)
 • distal phalanges (5 × 2)

In the pelvis : ৪ টি হাড় রয়েছে।

 • sacrum
 • coccyx or tailbone
 • os coxae or hipbone (2)

In the thighs: ২ টি হাড় আছে।

 • femur (2)

In the legs: ৬ টি হাড় রয়েছে।

 • patella (2)
 • tibia (2)
 • fibula (2)

In the feet : ৫২ টি হাড় রয়েছে।
Tarsal (ankle) bones:

 • calcaneus or heel bone (2)
 • talus (2)
 • navicular bone (2)
 • medial cuneiform bone (2)
 • intermediate cuneiform bone (2)
 • lateral cuneiform bone (2)
 • cuboid bone (2)

Metatarsus bones:

 • metatarsal bone (5 × 2)

Digits of the feet (toe bones or phalanges):

 • proximal phalanges (5 × 2)
 • intermediate phalanges (4 × 2)
 • distal phalanges (5 × 2)

এখন আমরা কথা বলব Skull বা মাথার খুলি নিয়ে। এই অংশটা কমবেশি ভাল জটিল কারণ মোটামুটি ২২ টি হাড় নিয়ে এই মাথার খুলি গঠিত। আসলে বলতে গেলে পুরা মানবদেহই এক জটিল জিনিস। তার মধ্যেও কিছু কিছু অংশ আছে যে গুলো স্টুডেন্টদের কাছে তুলনামুলক সহজ মনে হতে পারে।

যাই হোক কাজের কথায় আসি।
আমাদের এই Skull বা খুলিকে বিভিন্ন Embriological উৎস বিচারে দুই ভাগে ভাগ করা যায়। যেমন-
১. Neurocranium
২. Viscerocranium

এখন এই Neurocranium কি আর Viscerocranium কি? এ বিষয়টা জানার আগে একটু বলে রাখা ভাল যে Cranium একটা ল্যাটিন শব্দ যার মানে হল মাথার খুলি। অর্থাৎ ইহা Skull এর ই ল্যাটিন প্রতিশব্দ। সহজভাবে Neurocranium হল খুলির সে অংশ যে অংশ আমাদের মস্তিস্ক (Brain) কে ধারন করে এবং সুরক্ষা প্রদান করে। তাই একে আবার Braincase ও বলা হয়। আর এই Viscerocranium হল সে অংশ যে অংশ আমাদের মুখমণ্ডলের অবয়ব বা কাঠামো রুপদান করে। এর আরো দুটো নাম আছে। যেমন- Splanchnocranium এবং আরো সহজভাবে বললে Facial skeleton. যাই হোক এগুলো নিয়ে পর্যায়ক্রমে আমরা আরো বিস্তারিত আলোচনা করব।
সেই ধারাবাহিকতায় প্রথমেই শুরু করলাম Neurocranium দিয়ে। মোটামুটি ৮ টি প্রধান হাড় নিয়ে Neurocranium গঠিত। যেমন-

• Ethmoid bone
• Frontal bone
• Occipital bone
• Parietal bone (২ টি)
• Sphenoid bone
• Temporal bone (২ টি)

এই ৮ টি হাড় নিয়ে আমরা আলোচনা করব।

Ethmoid bone: প্রথমে একটু Ethmoid শব্দটা দেখি। Ethmoid শব্দটা এসেছে গ্রীক “ethmos” থেকে যার অর্থ seive বা চালুনি। গঠনগতভাবে এই হাড় কিছুটা স্পঞ্জি ধরনের তাই হয়ত গ্রীক “ethmos” থেকে Ethmoid এসেছে। এই Ethmoid হাড় আমাদের দুই অক্ষি কোঠর (eye orbit) এর মাঝে অবস্থিত যা মূলত brain থেকে nasal cavity কে আলাদা রাখে এবং eye orbit গঠনে সহায়তা করে। Ethmoid হাড়ে রয়েছে মূল ৩ টি অংশ। যেমন-
১. the cribiform plate
২. the ethmoidal labyrinth
৩. the perpendicular plate

এখন কথা হল এই Ethmoid হাড় তার ডাল পালা দিয়ে কার কার সাথে যুক্ত থাকবে? চলুন দেখে নেয়া যাক। Ethmoid হাড় আকারে খুব ছোট হলেও এটি ১৫ টি হাড়ের সাথে যুক্ত যার মধ্যে রয়েছে Neurocranium এর ৪ টি হাড় যেমন- frontal হাড়, sphenoid হাড়ের body of sphenoid bone এবং ২ টি sphenoidal conchae আর Viscerocranium এর ১১ টি হাড়। যেহেতু আমরা এখনো Viscerocranium এর হাড় গুলোর সাথে পরিচিত নই তাই ঐ ১১ টি হাড়ের নাম উল্লেখ করলাম না।

fhgbnf

xfhtjny

Frontal bone: এই হাড় দেখতে মূলত ঝিনুকের খোলের মতো। সাধারণভাবে বলতে গেলে আমাদের কপালের হাড় হল Frontal bone. মোটামুটি ১২ টি হাড়ের সাথে এই হাড় যুক্ত। ৩ টি প্রধান অংশ নিয়ে এ হাড় গঠিত। যেমন-
১. লম্বালম্বি অংশটা হল squama frontalis
২. আনুভূমিক বা অক্ষি কোঠরিয় অংশটা হল pars orbitaslis
৩. আর একটা অংশ রয়েছে নাকের অংশ যা মূলত হল pars nasalis

fghb

যথেষ্ট পরিশ্রম সাধ্য কাজ এই লেখালেখি। তার উপর আবার এনাটমির মতো বিষয়। তাই আজকের মতো বিরতি। আগামী পর্বে আমরা পর্যায়ক্রমে বাকি অংশ গুলো নিয়ে হাজির হব।