শূন্য হতে আসে প্রাণ শূন্যতে আবার মিলায়
শূন্য নিয়ে দিন কেটে যায় বিশাল গোলক ধাঁধায়।
শূ্ন্যে ঘোরে গ্রহ তারা শূন্যে ছোটে মানুষ
শূন্য মনে উড়ে বেড়ায় বিশ্বাসের হাজার ফানুস।
শূন্য দৈর্ঘ শূন্য প্রস্থ শূন্যে খুঁজি আকার
শূন্য তোমার বসত ঘর শূন্য তোমার বিচার।
শূন্য স্বর্গ শূন্য নরক শূন্য পাপ-পূন্য
শূন্য নিয়ে দুঃশ্চিন্তায় মিছে কেন তবে হীনমন্য!
শূন্য বলে, ক্ষমতা মোর নয় মোটেই ম্রিয়মান
শূন্য আমি আছি বলেই তুমি ভাসাও হাওয়াই যান।
শূন্য লাগে কষতে গনিত, মহা-শূন্যে খেলে বিজ্ঞান
শূন্য দেখে রেজাল্ট সিটে হয়ে পড়ি অজ্ঞান।
শূন্য আমি, আমার কেবল শূন্যতাই পুঁজি
শূন্য বলেই প্রানপণে রোজ পূর্ণতাকে খুঁজি।
শূন্য থেকেই সৃষ্টি আমার
শূন্যেই যাব মিলিয়ে।
শূন্য আমি! কি আছে আমার
দিতে চাই তাও বিলিয়ে।
চমৎকার লেগেছে আপনার শূন্য কবিতা রাজ ভাই।আসলেই আমরা সবাই শূন্য ।আপনার কবিতা পড়ে আমার বহুদিনের ভাবনার সমাপ্তি ঘটলো ।আমরা বেঁছে থাকার জন্য কত মিথ্যার ,ছলনার আশ্রয় নিয়ে থাকি। অথচ যখন চলে যাই তখন শূন্য হাতেই চলে যাই। এদিক দিয়ে বিবেচনা করলে বহুদিন পর একটি বাস্তবধর্মী কবিতা পড়লাম । তাই রাজ ভাই আবার ও আপনাকে ধন্যবাদ।এভাবে প্রতিনিয়ত লিখবেন ।
পর িপূর্ন একট িশূন্য ।
শূন্যের দুঃখ কিছুটা হলেও হ্রাস পেল।
@স্বপন মাঝি,
শূন্যের দূঃখ হ্রাস পেলেও আমাদের দুঃখ যে যাচ্ছে না! কি করা যায় :-s
এত শূন্যের মাঝেও আপনার কবিতাটি কিন্তু শূন্য নয়। একেবারে শূন্য দ্বারা পূর্ণ।
চমত্কার লেগেছে।
@ছদ্মবেশী,
শূন্য পূর্ণতা অপূর্ণই রয়ে যায় সারা জীবন। ধন্যবাদ।
@ তালুকদার ভাই,
এই মহাবিশ্বের সব কিছুই শূন্য, শুধু ভালোলাগা বা ভালবাসা ছাড়া। সেই ভাল লাগা জানিয়ে গেলাম। (F) এবং আমের লাচ্ছি (B)
@হেলাল,
আমের লাচ্চি আহা! এই গরমে আমের লাচ্চিই শরীর মন দুটোকে সতেজ করবে নিঃসন্দেহে। অতিথি সেবার জন্য (G)
এই গ্রীস্মের খর তাপের রোজা রমজানে শূন্যের মধ্যে আপনি যে তৃপ্ত হলেন তাতেই আমি যারপরনাই খুশি। :))
অথচ বিশ্বাসের ও অপবিশ্বাসের সাথে ঘর বেঁধে মানুষ ঠুনকো জীবনের কত জয়গান করে।
শূন্য শব্দটির তাৎপর্য আমার কাছে এক দারুন মোহনীয় বলে প্রতিয়মান হয়। শুধু এর অনন্ততা বা সীমাহীনতা আমাকে সারাক্ষন যেন স্বপ্নে বিভোর করে।
দারুন তৃপ্তি পেলাম কবিতাটা পড়ে।(Y)
(F) শুভেচ্ছা রলো/
চমৎকার (F) ।
@তামান্না ঝুমু,
আপনাকে ডাবল (F) (F)
:clap চমৎকার লেগেছে।
শূন্যে শুরু
শূন্য তে শেষ
শূন্য লেখা বেশ
শূন্য দিয়া হইসে নাকি
ব্যাবাক শুরু’র শ্যাশ। (O)
@কাজী রহমান,
আমাদের সারা জীবন টাইতো শূন্য পূর্ণতার আপ্রান লীলা খেলা। ভালো লাগার জন্য অভিনন্দন।