শূন্য হতে আসে প্রাণ শূন্যতে আবার মিলায়
শূন্য নিয়ে দিন কেটে যায় বিশাল গোলক ধাঁধায়।
শূ্ন্যে ঘোরে গ্রহ তারা শূন্যে ছোটে মানুষ
শূন্য মনে উড়ে বেড়ায় বিশ্বাসের হাজার ফানুস।
শূন্য দৈর্ঘ শূন্য প্রস্থ শূন্যে খুঁজি আকার
শূন্য তোমার বসত ঘর শূন্য তোমার বিচার।
শূন্য স্বর্গ শূন্য নরক শূন্য পাপ-পূন্য
শূন্য নিয়ে দুঃশ্চিন্তায় মিছে কেন তবে হীনমন্য!
শূন্য বলে, ক্ষমতা মোর নয় মোটেই ম্রিয়মান
শূন্য আমি আছি বলেই তুমি ভাসাও হাওয়াই যান।
শূন্য লাগে কষতে গনিত, মহা-শূন্যে খেলে বিজ্ঞান
শূন্য দেখে রেজাল্ট সিটে হয়ে পড়ি অজ্ঞান।