(সর্ষেতে ভূত)

ভাবনাতে যা ধুলোমাখা, কালকে সেটা আমার ছিল,
হয়ত সেটা স্বপ্ন ছিল, কিংবা ওটা ঝাপসা ছিল,
গায়ের জোরে আড়াল ছিল, সেইটা কারো চক্ষে ছিল,
আমার দেখার চোখটা ছিল, কিন্তু সেটা অন্য ছিল।

অনেক গুলো বছর ছিল, ভেবেছিলাম আমার ছিল,
রঙের জটিল বাহার ছিল, দশদিকেতে ছড়িয়ে ছিল,
হরেক জাতের কথা ছিল, কল্পনাতে ডানাও ছিল,
সাগর পাহাড় এমনি ছিল, চিন্তাকথাও তেমনি ছিল।

ছোট্ট বেলায় বন্ধু ছিল, টিনের একটা ব্যাঙও ছিল,
কাঠের একটা ঘোড়া ছিল, ঘুড্ডি এবং নাটাই ছিল,
বিশ্বাস মূল ব্যাপার ছিল, হাওয়াই মিঠাই সেটাও ছিল,
ভ্যাজাল তবে কিসে ছিল? সর্ষে দানায় বাপমা ছিল!