আপোষ ইচ্ছানন্দে জন্মেছিলাম আমি; সীমাবদ্ধ,
আরোপিত যে কক্ষপথে ছিল আমার আবর্তন,
চিরায়ত যেসব নির্দেশনায় আমার বেড়ে ওঠা,
চেনা চোরাগলিতে পরপ্রজন্মকে যে স্থাপনস্পৃহা;
চলো তা অস্বীকার করি।
আয়েশি দাগ টানা চেনা ঐ চারকোনা ঘর;
সুড়ঙ্গপথে অক্লান্ত দৃষ্টিপাতে একচোখা শ্রেষ্ঠত্ব;
অর্থহীন, গোঁড়া, যুক্তিহীন, রাগী আস্ফালন;
অযথা অহংকারে দাবি, আহা; অতুলনীয়তার।
এসো তা অস্বীকার করি।
মোছাদাগ, অতঃপর দিকনির্ণয় ও অবস্থান সংরক্ষণ,
জংতার ঘষে মেজে চকচকে টানটান; উদাত্ত ঝংকার;
অঘোষিত আনুষ্ঠানিকতা, তারপর; আতঙ্ক অতিক্রম,
যা কিছু অর্থময়, সত্যায়িত কিংবা সীমানা পেরুনো;
সজ্ঞানে তা স্পর্শনিবিড় করি।
কবিতাটি ভাল করে বুঝতে বেশ কয়েকবার পড়তে হল। তার পরে বুঝলাম কবিতাটি অসাধারন। (Y)
@রাজেশ তালুকদার,
এই ধরনের কবিতা পড়বার মত মানুষরাও অসাধারন।
নিজের জন্মানো আর বেড়ে ওঠার উপর আমাদের নিয়ন্ত্রণ নেই ঠিকই তবে বোঝবার বয়েস থেকে অন্তত জ্ঞানান্বেষণের চেষ্টা তো করা যায়। খোলা মনে বড় হতে বস্তাপচা ভাবনা ছুঁড়ে ফেলতেই হবে। উৎসাহ দিতে বাবা মা’রা সবচে বড় ভূমিকা রাখতে পারে, অথচ না জেনেই হয়ত ওরাই গোড়ায় গলদ করে দেয়। এভাবেই বড় হওয়া আর এভাবেই অনায়াসে বখে যাওয়া।
কষ্ট করে আপনিও পড়ে কম্পলিমেন্ট করায় ভালো লাগছে। (D)
অসাধারন হয়েছে কাজী ভাই! প্রথমে একটু মনোযোগ দিয়ে পড়িনি তাই বিদঘুটে লেগেছিলে, একটু মনোযোগ দিয়ে পড়তেই প্রান জুড়িয়ে গেল।
অস্বীকার করেছি
মিধ্যার বৃক্ষ আমি অঙ্কুরেই মেরেছি
অন্ধ আর বক-তার্কিকতা–
যুক্তি আর দর্শন সেই মাতান্ধা
যুগের
সবই আমি ছোট্ট এক প্রশ্বাস নিয়ে
অস্বীকার করেছি!
হয়তো সত্যকে কোনদিনই জড়িয়ে ধরতে পারবো না, তবে আজীবন চেষ্টা করবো!
কবিতাটা সুন্দর (D)
@টেকি সাফি,
এত সুন্দর মন্তব্যের দেখে আমারও যে প্রান জুড়িয়ে গেল। (D)
good
@গুড,
গুড মন্তব্যের জন্য ধন্যবাদ।