হে অবরুদ্ধ নারীগন-
রুদ্ধ দ্বারটি এবার খোল।
ঘ্রাণ নাও স্নিগ্ধ সবুজের,
ফুসফুস ভরে নাও নির্মল বায়ুতে।
নয়ন মেলে দেখ কুসুমিত কানন,
দেখ সবুজের গালিচা,
দেখ আল্পনা লাল,নীল, সবুজে আঁকা।
দেখ বাদলা দুপুর,
দেখ ভরা পুকুর।
জেগে দেখ একটি জোছনা ভরা রাত।
ছুঁয়ে দেখ রোদ,বৃষ্টি,
ছুঁয়ে দেখ তুষার কণা,
ছুঁয়ে দেখ ঝিরঝিরে পবন,
ছুঁয়ে দেখ সব অপরূপ সৃষ্টি।
এবার পদযুগল শৃঙ্খলমুক্ত কর।
হেঁটে যাও ঝরা শিউলী,ঝরা বকুলের উপর,
হেঁটে যাও কোমল দূর্বাঘাসে।
নেচে যাও বাতাসের সাথে ধানের শিষে।
এবার কঠোর শোষণের নাগপাশ করে দাও ভঙ্গ,
জয় কর পর্বত শৃঙ্গ।
উড়ে যাও মেঘের সাথে দূর দূরান্তে,
পৃথিবীর রূপ,রস ,গন্ধে,আলো আর বাতাসে-
ভরে নাও মন প্রাণ।
আলিঙ্গন কর সুন্দর পৃথিবীকে।
তোমাদেরও আছে অধিকার-
পৃথিবীর সৌন্দর্য উপভোগের।
লাল সালাম হে স্বাধীনচেতা নারী।বন্ধুর এবং শ্বাপদসংকুল পথে শুভকামনা
@বন ভাই,
ধন্যবাদ।
প্রথমেই কেমন যেন রোকেয়া রোকেয়া ভাব বলে মনে হল।
“দেখ সবুজের গালিচা” পড়তেই জেমসের সেই গান আর সুর মনে পড়ে গেল।
চুল খুলে পথে না নামলেও এই সুন্দর পৃথিবীটা দেখতে হলে বোরখাটা কিন্তু খুলতেই হবে।
@শ্রাবন আকাশ,
ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্যের জন্যে।আগে আমাদের নিজেকে অধিকার সচেতন হতে হবে নাহলে মক্তির কোন উপায় নেই।
লিখতে থাকুন…
@লীনা রহমান,
অনুপ্রেরণার জন্যে ধন্যবাদ লীনা।
কবিতাটি পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ। (F)
আরও লিখুন।
@তুহিন তালুকদার,
ধন্যবাদ তুহিন মন্তব্যের জন্যে।
ভালো লাগলো কবিতাটি। আরো পড়তে চাই। ধন্যবাদ।
@মোজাফফর হোসেন,
ধন্যবাদ কবিতাটি পড়ার ও মন্তব্যের জন্যে।
ভালোলাগা জানিয়ে গেলাম।
@আফরোজা আলম,
ভালো লাগা জানানোর প্রতিউত্তরে ধন্যবাদ জানালাম।
@তামান্না ঝুমু,
হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ — কবিতায় সে অন্ধ জনগোষ্ঠীকে জাগানোর আহ্বান জানানোর জন্য ধন্যবাদ।এ আহ্বান অব্যাহত থাকুক।
@গীতা দাস,
বেশির ভাগ ক্ষেত্রেই আমাদেরকে অন্ধ করে রাখা হয়।কেউ কেউ এ অবস্থা পরম তৃপ্তির সাথে মেনে নেয়।আর কেউ চোখ খুলতে চাইলেই শুভাকাঙ্খীরা চারদিক থেকে তেড়ে এসে তার চোখে আরো কয়েকটি পট্টি বেঁধে দেয় অথবা চিরতরে অন্ধ করে দেয়।
@তামান্না ঝুমু,
সুন্দর কবিতাটি বেশ ভাল লাগলো। (F) (F) (Y)
দুইটা টাইপো বোল্ড করে দিলাম-
রুপ> রূপ, প্রান> প্রাণ
@আকাশ মালিক,
ধন্যবাদ কবিতাটি পড়ার ও মন্তব্যের জন্যে।বানান গুলোর ভুল দেখিয়ে দেয়ার জন্য বিশেষ ধন্যবাদ।