তুমি
আমি তো ভালবাসিনি ঐ বন্যা,
সুরঞ্জনা কিম্বা বনলতাকে
তবে কেন বার বার বলো তাদের কথা?
ভালবাসি নায়াগ্রা, কাল বোশেখীর কালো মেঘ
যেখানে আছে কুয়াশার চাদর
হঠাৎ দেখা যায় শুকতারা।
আমি ভালবাসি শান্ত সরোবর
যেখানে ফুটে আছে দুটি কালো পদ্ম
ভ্রমর সদৃশ।
অদৃশ হয়ে যায় হঠাৎ গোলাপের পাপড়ীতে
সেই সব লতাকে যাদের প্রতিটি শাখায়
ফুটে আছে স্বর্ণালী পাথর।
ভাল লাগে ঐ গহ্বর যার প্রবেশ পথে
পশ্চিমের বৈকালিক লালিমা দিয়ে বাঁধানো।
আর একটু ভেতরে প্রবেশ করলে দেখতে পাবো মুক্তোর মালা
যার ওপারে রয়েছে ঝর্ণার রিনিঝিনি
অরণ্যের সুমধুর ধ্বণী যা হৃদয়কে স্পর্শ করে
এনে দেয় অপার শান্তি
ভালোবাসি ঐ দুটি পর্বত
যেন শিশিরে ভেজা গোলাপের কুড়ি
উন্নত শির
যেখানে আমার মুখ রেখে খুঁজে পাবো
প্রশান্তির নীড়।
বেশ ভালো লাগল। আপনি কবিতা লেখেন জানতাম না। স্বাগতম এই জগতে। 🙂
@সাইফুল ইসলাম,
হাটি হাটি পা পা করে আপনার পথে এগুচ্ছি। অবশ্য এর আগে মুক্তমনাতে ‘সাময়িক অনুভূতি’ নামে একটি কবিতা দিয়েছিলাম।
আশা আস্তে আস্তে আপনার পথের সঙ্গী হয়ে উঠবো। অবশ্য ভেতর থেকে ভালো কিছু যে বের হবে সে আশা গুড়েবালি। তবে চেষ্টা করতে তো দোষ নেই কী বলেন? আর আমি তো লিখবো নিজের জন্য। নিজের আনন্দের জন্য।
স্বাগত জানিয়েছেন, এতেই আমি সন্তুষ্ট।
কবিতাটার ভেতরে অন্তর্নিহিত একটা অর্থ আছে সেটা অপূর্ব। মাহফুজ যা বলতে চেয়েছেন তা অতি দক্ষতার সাথে তুলে ধরেছেন।এই খানেই তাঁর সার্থকতা। আরো কবিতা চাই। মুক্তমনা কবিতার আসরে একদিন মূখর হয়ে উঠুক। :yes:
@আফরোজা আলম,
আপনার মন্তব্য আমাকে উজ্জীবিত করলো ঠিকই, কিন্তু কিছুটা অতি প্রশংসা করা হয়েছে। যাহোক আমি সিদ্ধান্ত নিয়েছি এ বছরের বাকি সময়টুকু শুধু কবিতার রাজ্যে বিচরণ করবো। এ পর্যন্ত আমি মুক্তমনায় ৩৩ জন ব্যক্তির সন্ধান পেয়েছি যারা কবিতা লিখেছেন। তাদের কবিতাগুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা করছি।
@মাহফুজ,
চমৎকার প্রস্তাব। আপনি সংগ্রহ করুণ আমরা পড়ব নিশ্চয়।
@আফরোজা আলম,
মুক্তমনায় সবচেয়ে বেশী কবিতা লিখেছেন সাইফুল ইসলাম। তার মোট ২৫ টি কবিতা রয়েছে মুক্তমনায়। তারপরই আছেন আপনি। আপনার রয়েছে ১২ টি। মুহাইমীনের আছে ১০ টি। লাইজু নাহারের আছে ৬ টি। মোজাফফরের আছে ৫ টি। ‘আলো চাই আলো’ নামে মাহবুব সাঈদ মামুন ভাইয়ের রয়েছে ১টি।
আস্তে আস্তে অন্যদেরও গুলোও সংগ্রহ করবো। কবিতার গভীরে প্রবেশ করতে পারলে যে মজা পাওয়া যাবে তাতে অন্যকিছুতে পাওয়া সম্ভব নয় বলেই আপাত দৃষ্টি মনে হচ্ছে।
চক্রবাকের ‘বানরনামা’ নামে বিবর্তন বিষয়ক একটি চমৎকার ছড়া আছে। বন্যা আহমেদ হুমায়ুন আজাদের কবিতা পোষ্ট করেছেন।
এছাড়া কবিতা বিষয়ক কিছু কিছু জ্ঞানগর্ভ রচনাও রয়েছে।
কেউ যদি বলে মুক্তমনা শুধু বিজ্ঞান নিয়েই আলাপ করে, তাহলে সেই কথাটা ঠিক নয়। বরং বিজ্ঞানের সাথে সাথে সাহিত্য নিয়ে আলোচনাও হয়েছে প্রচুর। এমনকি বিজ্ঞান বিষয়ক রচনাগুলোও সাহিত্যিক ধাচে চমৎকারভাবে রচিত।
যাহোক আপনার অনুপ্রেরণা আমার পথের পাথেয় হোক, এই আশা করি।
কবিতা লেখার ব্যর্থ চেষ্টা করছি। লুকিয়ে লুকিয়ে লিখছি। প্রথম পাতায় যাতে না আসে সে ব্যবস্থাও করছি। তবুও কারো চোখে পড়ে ভালো লাগা জানায়, তাহলে সেই ব্যর্থ চেষ্টা অব্যাহত থাকবে।
@মাহফুজ,
আপনি যে কবিতা লেখেন তা তো জানতাম না।
:yes: :guli:
@সৈকত চৌধুরী,
অনেক আগে মুক্তমনায় ‘সাময়িক অনুভূতি’ নামে একটি কবিতা দিয়েছিলাম। মুক্তমনায় বেশ কয়েকজন কবি রয়েছেন, যেমন: হাসান আব্দুল্লাহ, আফরোজা আলম, সাইফুল ইসলাম, মোজাফফর, লাইজু নাহার। আমি আস্তে আস্তে তাদের দলে ভীড়তে চাই। জানি, বেশ ভালো ভাবেই জানি যে সফল হবো না, হতেও চাই না। আমি কবিতা লিখবো নিজের জন্য।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
@সৈকত চৌধুরী,
এর আগে মুক্তমনায় দেয়া ‘সাময়িক অনুভূতি’ নামে একটি কবিতা দিয়েছিলাম। সেখানে আপনি মন্তব্যও করেছিলেন। ভুলে গেছেন। http://blog.mukto-mona.com/?p=6765 এই লিংকটি দেখুন।