তুমি

আমি তো ভালবাসিনি ঐ বন্যা,
সুরঞ্জনা কিম্বা বনলতাকে
তবে কেন বার বার বলো তাদের কথা?
ভালবাসি নায়াগ্রা, কাল বোশেখীর কালো মেঘ
যেখানে আছে কুয়াশার চাদর
হঠাৎ দেখা যায় শুকতারা।
আমি ভালবাসি শান্ত সরোবর
যেখানে ফুটে আছে দুটি কালো পদ্ম
ভ্রমর সদৃশ।
অদৃশ হয়ে যায় হঠাৎ গোলাপের পাপড়ীতে
সেই সব লতাকে যাদের প্রতিটি শাখায়
ফুটে আছে স্বর্ণালী পাথর।
ভাল লাগে ঐ গহ্বর যার প্রবেশ পথে
পশ্চিমের বৈকালিক লালিমা দিয়ে বাঁধানো।
আর একটু ভেতরে প্রবেশ করলে দেখতে পাবো মুক্তোর মালা
যার ওপারে রয়েছে ঝর্ণার রিনিঝিনি
অরণ্যের সুমধুর ধ্বণী যা হৃদয়কে স্পর্শ করে
এনে দেয় অপার শান্তি
ভালোবাসি ঐ দুটি পর্বত
যেন শিশিরে ভেজা গোলাপের কুড়ি
উন্নত শির
যেখানে আমার মুখ রেখে খুঁজে পাবো
প্রশান্তির নীড়।