হে কবিতা তুমি আছো রবীন্দ্রনাথে
তুমি আছো নজরুলে,
তুমি আছো আমি তুমিতে
তবে কেন জানি আজকাল
এইসব ভাল লাগে না।
বাতাসে একটা বিপ্লব বিপ্লব গন্ধ
চারিদিকে মৌলবাদের আস্ফালন
সাম্রাজ্যবাদের আগ্রাসন।
চতুরদিকে রক্তের বর্ণনা
মানবের হাহাকার
তবু আমরা শান্তির অপেক্ষায়
শান্তির বাণী গাই,
হে কবিতা তুমি কি শুনতে পাও না সে গান
আজ মন্দির মসজিদে মারামারি হানাহানি
তবু আমরা চেয়ে আছি সুন্দর সুদূর দিনের অপেক্ষায়………
আমি বুঝলাম না এটা কোন কবিতা কি-না। হুমায়ুন আজাদ কথিত কবিয়াল-এর গন্ধ পাচ্ছি।যাই হোক চালিয়ে যান।আপনার কবিতার উন্নতি কামনা করি
শান্তির কবিতা যেমন আছে তেমনি বিপ্লবের কবিতাও আছে। তাই ভাল না লাগার তো কিছু নেই! কারণ কবিতা সব গানই শুনতে পায়।
@নিশাচর,
ভাই,একটু কড়া হয়ে গেলনা কথাগুলো? অবশ্য আমার ভুলও হতে পারে। তাহলে দুঃখিত। কবিতায় কড়া কথা আসলে মানায় না। 🙂
@সাইফুল ইসলাম,
মোটেও কড়াকড়ি কিছু নয়। ওটা শুধুই আমার মন্তব্য। লেখকের দৃষ্টিভঙ্গি বুঝতে চাওয়ার চেষ্টা।
কবিতাটা আমার ভালই লেগেছে। 🙂
@নিশাচর,
🙂
এইসব মানে কি?
@নিশাচর, মানেটা বুঝে নিন। :laugh: