হে কবিতা তুমি আছো রবীন্দ্রনাথে
তুমি আছো নজরুলে,
তুমি আছো আমি তুমিতে
তবে কেন জানি আজকাল
এইসব ভাল লাগে না।
বাতাসে একটা বিপ্লব বিপ্লব গন্ধ
চারিদিকে মৌলবাদের আস্ফালন
সাম্রাজ্যবাদের আগ্রাসন।
চতুরদিকে রক্তের বর্ণনা
মানবের হাহাকার
তবু আমরা শান্তির অপেক্ষায়
শান্তির বাণী গাই,
হে কবিতা তুমি কি শুনতে পাও না সে গান
আজ মন্দির মসজিদে মারামারি হানাহানি
তবু আমরা চেয়ে আছি সুন্দর সুদূর দিনের অপেক্ষায়………