আমার ইচ্ছেগুলো কখনোই
শারীরিকভাবে তেমন সুস্থসবল ছিল না
অনাহারী পোয়াতি মায়ের প্রসব করা
রুগ্ন নবজাতকের সাথে আমার ইচ্ছেগুলোর
তুলনা খুব সহজেই করা যায়,
বলা যায় জন্মমূহুর্তেই নীরব মৃত্যুবরণ।
একবার ভেবেছিলাম,
চলমান অসভ্য সভ্যতার শেকর ধরে
হ্যাচকা টান দেব, সমূলে উৎপাটন করব
সমস্ত মিথ্যের গোড়া।
সত্যি বলছি, ইচ্ছেটা মারা গিয়েছিল
সকরুন মুমূর্ষভাবে, তীব্র যন্ত্রনায়
যেমন করে মারা যায় সারা গায়
পঁচনধরা স্যাতস্যাতে কুষ্টরোগী।
একসময় খুব বাঁচতে ইচ্ছে করত
বুক ভরে নিতে চাইতাম মাটির গন্ধ
শ্রবন ইন্দ্রিয় সর্বদা উৎসুক থাকত
ছোট্ট চড়ুই পাখিটার গান শোনার জন্য
দেখতে চাইতাম এক আকাশ নীল
আর সমস্ত রঙ্গের প্রচন্ড বিস্ফোরন।
আমার সেই ইচ্ছেগুলোর ফুসফুসে
দূষিত সভ্যতার আরও দূষিত বাতাস
ভয়াবহ ক্যান্সার সৃষ্টি করেছিল, এবং
অত্যন্ত স্বাভাবিক পরিণতি হিসেবে
তারা তাৎপর্যহীনভাবে, মাথা নিচু করে
নীরবে প্রস্থান করেছে।
আর সেই যে আমার, বুনোপাখি হয়ে
লুপ্ত সভ্যতার থেকে দূরে বহুদূরে
এক অন্যমাত্রায়, অন্যসৌরলোকে যাওয়ার ইচ্ছেটা
গলাকাটা লাশের মত তড়পাতে তড়পাতে মারা গেছে।
একান্ত ব্যক্তিগত আমার সমস্ত ইচ্ছেরা
আজ ভবঘুরে, নিরুদ্দেশ
আপাদমস্তক ব্যার্থতার মলাটে ঢাকা আমি
বিবর্জিত স্মৃতির শহরে সম্পুর্ন একা।
যুক্তিবিদ্যায় আস্থাবান আমি তাই এখন,
আর কোন ইচ্ছে করি না, কারন জানি
যুক্তিবিদ্যার সহজ নিয়মে অতীতের মত
আমার বর্তমান ইচ্ছেগুলোরও বিভৎস
পরিণতি হবে। তারা অত্যন্ত অসহায়ভাবে
ব্যর্থতার সাথে নিঃশেষ হবে, আর
বেঁচে থাকবে শুধুমাত্র,
যান্ত্রিক সভ্যতার দাম্ভিক উল্লাস।।
সুন্দর লিখেছেন তবে
কোন কিছুর ইচ্ছা না করা টাও- এক প্রকার ইচ্ছা 😀
@রাজেশ তালুকদার,
😀
সাইফুল ইসলাম ভাই এর লেখা কবিতা আমার মৃত ইচ্ছেরা নামে কবিতাটি আমার ইচ্ছার সাথে বহু কিছু মিলে গেছে। সকল মানুষের কিছু কিছু ইচ্ছা মৃত্যু বরণ করে। আমার মৃত্যু ইচ্ছেগুলো কখনোই শারীরিকভাবে তেমন সুস্থসবল ছিল না। যে ইচ্ছে গুলো সবল ছিল সে গুলো নিয়ে সময় অতীবাহিত করতেছি। সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য সাইফুল ইসলাম ভাইকে ধন্যবাদ।
@Arupa,
ধন্যবাদ অরুপা কবিতাটা ভালো লাগার জন্য। নিয়মিত হবেন আশা করি।
ভালো থাকবেন।
@সাইফুল ইসলাম,
ভালোলাগা জানিয়ে গেলাম।
@আফরোজা আলম,
ধন্যবাদ জানিয়ে দিলাম। 😀
আমার মনের কথা তুমি তুললে জীবন্ত করে
যেন বহুকাল পরে
মৃত ভিসুভিয়াস জেগে উঠল গূরুম গুরুম করে।
কবি, তোমার মনের সাথে মোর কি অদ্ভূত মিল
যেন জন্মান্তরের বন্ধু তুমি,
আবার এসেছো রাঙ্গাবে মন করে স্বপ্নীল।
যুক্তির ছাকনিতে কবি জেনো ভূলও থাকে,
তা যদি আবেগ তাড়িত কোন নির্দয়
অনুসিদ্ধান্ত হয়ে থাকে।
তাই জেনো, সত্য-সুন্দর হোক সে যবুথবু
সত্যই জেতে জেনো,
যান্ত্রিক সভ্যতার দাম্ভিক উল্লাসকে করে কাবু।
(হাবিজাবি লিখলাম ভুল হইলে :guli: )
@মুহাইমীন,
কি মিয়া আফনেরে যে দেখাই যায় না খারন কি?
@সাইফুল ইসলাম,
খারূণ, পূড়াশুনা ভাইডি। :-X :-Y :-X
@মুহাইমীন,
আফনের তো দেহা যায় বিয়াফোক সমেইস্যা। আফনে ফড়ালাহা খরেন? ইতা কিতা খন? 😀
ফড়ালেহা তো খড়ব যারা ন জানে হেতেরা। আফনে করেন কিল্লাই?
@সাইফুল ইসলাম,
জ্ঞিয়্যান্নের তো কোন সীমা পেরিসীমা পাইনা ভাইডি……তাই ইট্টু জানার তালে আছিগা, আরকি।
:rose2:
@মুহাইমীন,
জানার কুনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। 😀
সাইফুল ইসলাম,
বিপ্লবের শুরু হয় আবেগ দিয়ে । সফল বিপ্লবকে পরে যৌক্তিকতার মোড়কে ছাপাখানায় পাঠানো হয় । আর ব্যর্থ বিপ্লব তো সমসময়ই সেই পিন খুলে ফেলা গ্রেনেডের মতো যার মালিকানা কেউ নিতে চায় না ।
@সংশপ্তক,
খুব সুন্দর বলেছেন তো!!!!
@সাইফুল ইসলাম,
কিছু করতে চাইলে ,করে ফেলা উচিৎ । আকাঙ্খার মৃত্যু দেখার চেয়ে শারীরিক মৃত্যু মনে হয় কম বেদনাদায়ক ।
@সংশপ্তক,
কথাটা ঠিক বলেছেন। তবে এটা প্রায়ই অনেকগুলো কিন্তুর উপরে নির্ভর করে এই যা সমস্যা। 🙂