উর্বশী এলোকেশী স্বর্নকেশী
তোমরা ও আজ সম অধিকার প্রত্যাশী
নিজেই বদ্ধ দুয়ারে হয়েছ রুদ্ধ
চিন্তা চেতনায় অব্যক্ত বাসনায়
কোমলতায় সৌন্দর্য্যে তোমার অহংকার
তোমার ভাবনা সীমাবদ্ধ পতি আর মাতৃত্বে ।
অগ্নি তপ্ত রুক্ষ্ম কঠিন বাস্তবতায়
তুমি বোধ কর মুখোমুখি হতে অসহায়
সৃষ্টি শীলতার লাল গোলাপ বৃন্ত চ্যুত করে
খোপায় গুজে নির্ভরতা চাও
বোরকার অন্তরালে বা কখনো সিঁদুরের কৌটায়।
ধর্ম পুরুষদের স্বকল্পিত ধর্ম কথনের বিমুগ্ধতায়
মৌন সম্মতির নীরবতায়
পুরুষেরা লভিছে নিজেকে স্বাধীন উন্মুক্ত
তোমরা রয়েছ আজো গৃহ কোনে অবগুন্ঠিত।
সতিত্ব পরীক্ষা দিয়েছে সীতা
নিস্পেষন উৎপীড়নে নির্বাক আয়েশা।
তোমাদের ব্যর্থতার কৃষ্ণকালো অমনিশী অন্ধকারে
দোষীছ পুরুষেরে সর্বদা একা
এথা সেথা বারে বারে
সমতা রক্ষার চির বৈরী অসম প্রতিযোগীতায়
হতে কি চেয়েছ কভু মাদার তেরেসা বা বেগম রোকেয়া।।
চলুক। :yes: