মুক্তমনার সার্ভারের মাইগ্রেশন চলার কারণে গতকাল থেকে অনেকেই মুক্তমনায় ঢুকতে পারেননি। এখনো বেশ কিছু জায়গা থেকে সাইটে প্রবশে সমস্যা হতে পারে। লেখক এবং পাঠকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা খুব তাড়াতাড়ি সাইটকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে সচেষ্ট ছিলাম। মাইগ্রেশন অবশেষে শেষ হয়েছে – এখন সাইট ঠিকমত দেখতে পারার কথা। মাইগ্রেশনের ফলে সাইটের স্পিডও আগের চেয়ে বাড়বে।
সার্ভার মাইগ্রেশনের সময় যারা লেখা পোস্ট করেছিলেন, তাদের কারো কারো লেখা মুছে যেতে পারে, কিংবা মাইগ্রেশনের পরে ঠিক মত নাও দেখা যেতে পারে। কিছু মন্তব্যের ক্ষেত্রেও তাই হতে পারে। সেরকম হয়ে থাকলে পুনরায় পোস্ট দিতে বা মন্তব্য করতে বিনীত অনুরোধ করা হচ্ছে।
মুক্তমনা মডারেশন টিম
আমি তো ভাবলাম আমাদের সরকার বাহাদুর মুক্তমনা সাইটকে ব্যন করে দিয়েছে রমজান মাসের পরিবত্রতা রক্ষার স্বার্থে। যাহোক বিষয়টি তাহলে তা নয় ! আচ্ছা সার্ভার মাইগ্রেশনটা আবার কি জিনিস ? সার্ভার কোম্পানী পাল্টানো নাকি ? আমি আবার বুঝি কম। তবে আমি এখনও কিন্তু সরাসরি সাইটে ঢুকতে পারিনি। মাইস্পেস বলে একটা সাইটের প্রক্মি ব্যবহার করে ঢুকেছি। বুঝতে পারছি না কখন সরাসরি সাইট ঢুকতে পারব।
@ভবঘুরে,
সার্ভার মাইগ্রেশনকে এক কথায় সিস্টেম আপগ্রেইড বলতে পারেন । অপেক্ষাকৃত পুরোনো বা কমজোর সার্ভার থেকে নতুন ও শক্তিশালী সার্ভারে যাওয়া অথবা এক প্লাটফর্ম ( যেমন UNIX/Linux ) থেকে অন্য প্লাটফর্মে ( যেমন Windows ) পদার্পণ করা এক্ষেত্রে বেশী দেখা যায় । সার্ভার কোম্পানী পাল্টানো এখানে জরুরী নয় ।
অপস্, কি যে টেনশনে ছিলাম! যাক শেষ অবধি বেশ ধীরে ধীরে ভারিক্কীচালে ঢুকলো। গতকাল তো অনাহারে কাটালাম, মুক্তমনায় দিনে একবার না আসতে পারা আর অনাহারক্লিষ্ট থাকা আমার জন্যে একই। আজ ভালো লাগছে। সবাই ভালো থাকুন।
কিন্তু এত স্লো কেন?
অনেক চেষ্টা করেছি সারাদিন পারিনি ঢুকতে। যাই হোক ব্যাপারটা জানলাম।
অনেক চেষ্টা করেও মুক্তমনায় ঢুকতে পারছিলাম না। বার বার লেখা আসে এরর ডাটাবেজ কানেকশন। যাহোক ব্যাপারটা বুঝতে পারলাম। এখন ওপেন হচ্ছে ঠিকই, তবে ধীর গতিতে।
WINDOWS 7 থেকে ক্রাশ করছে। উইন্ডোজে টেস্ট কর।
@বিপ্লব পাল, আমি উইন্ডোজ ৭ ৩২ বিটে অপেরার সর্বশেষ সংস্করণ ব্যবহার করছি, আমার কোন সমস্যা হচ্ছে না।