আমাদের ভালবাসা

Light of knowledge

আমাদের ভালবাসারা বড় অবহেলিত,
আমাদের ভালবাসারা উপেক্ষিত,
আমাদের ভালবাসার চোখে বাঁধা কাল কাপড়,
আমাদের ভালবাসার সব নদী শুকিয়ে হয়ে গেছে চর।

আমাদের ভালবাসারা পরাধীন,
নির্মম, নির্দয় বলি হয়ে গেছে আলোকবর্তিকা
তাদের করতে গিয়ে স্বাধীন,
নিভু নিভু জ্বলে আছে শিখা।

আমাদের ভালবাসার পায়ে জোর করে পরানো হয়েছে মেকি বন্ধন!
ভালবাসারা জিততে জিততে হেরে যাচ্ছে পশুবৃত্তির কাছে,
ভালবাসার চোখে ধর্মীয় ভ্রম।
আমাদের ভালবাসারা নীরব বলে নির্যাতিত,
ভালবাসারা সংখ্যায় লঘু বলে আত্ম-হৃত।

আমাদের ভালবাসাদের নেই নিরাপত্তা,
আমাদের ভালবাসাদের যেকোন মূহুর্তে করা হয় হত্যা।
আমাদের ভালবাসাদের করা হয় উপুর্যপুরি ধর্ষণ,
আমাদের ভালবাসার ওপর করা হয় অগণিত প্রস্তর বর্ষণ।।

আমাদের ভালবাসারা বড় অভিমানী,
আমাদের ভালবাসার চোখ দিয়ে ঝরে যায় বন্যার মত পানি।

আমাদের ভালবাসারা দেশান্তরিত,
ভালবাসাদের যত্ন নেয়ার কেউ নেই;
আমাদের ভালবাসারা তাই বড় ভীত।
আমাদের ভালবাসাদের আপন কেউ নেই।
আমাদের ভালবাসারা হারিয়ে যায় অকাতরে অনাদরে,
আমাদের ভালবাসারা শুকিয়ে যায়; অকালে যায় ঝরে।

নিশাচর,
২৯ শ্রাবণ, ১৪১৭

* ছবিটি http://binagupta.sulekha.com-এর সৌজন্যে প্রাপ্ত।