শতাব্দী প্রাচীন শৈল্পিক অন্ধকারে ঢাকা পৃথিবী
সহসা উত্থিত নতুন ভোরের মত
উদ্ভাসিত হবে দ্রোহের প্রহরে
আকন্ঠ আঁধারে নিমজ্জিত সময়েরা
চিৎকারে বিদীর্ন করবে আঁধার আবরন
প্রতিষ্ঠিত হবে অদ্বিতীয় সত্ত্বায়, সীমাহীন ছায়াপথে
ধ্বংস করে মিথ্যের বীজ, অসত্য গৌরব গাঁথা
আসিন হবে সত্যের স্বপ্নচুঁড়ায়, যাদুবাস্তব মহীমায়।
রক্তবিপ্লবে ভাঙ্গবে ঐতিহাসিক দুর্গ, প্রাচীন কেল্লা
ভূ-মাতা প্লাবিত হবে শোণিত বিন্দুতে
গৃহিত হবে বিপ্লবী রক্ত তৃষাতুর ওষ্ঠে, আকন্ঠ পিপাসায়
ঘুর্নিবায়ু উড়িয়ে নেবে স্বেদ, রক্তমাংস পিন্ড
গলিত কুকুরের লাশ, পারমানবিক বিষবাস্প এবং ক্ষুধা
শুরু হবে নতুন শতাব্দী, নতুন যুগের, নতুন প্রেরনার
উন্মাতাল বাতাসে উড়বে বিদ্রোহী স্বাধীন পতাকা
সৃষ্টি হবে আরক্তিম গোধুলিতে নবীন কাব্য প্রহর।
@আকাশ মালিক,
উল্লেখিত দোয়া – এ – ব্লগ এ বং আয়াতুল ব্লগ এর কারনে মুক্তমনায় পোস্ট দিতেই ভয় পাই । আসল সোলেমানি যাদুর কথা নাই বা বললাম ।
সুপ্রিয় সাইফুল ইসলাম,
আপনার লেখা কবিতা যে আমার পছন্দ , এটা নিশ্চয়ই ইতিমধ্যেই লক্ষ্য করেছেন । তবে আমি বরাবরই মন্তব্য করার সময় দোয়া – এ – ব্লগ এবং আয়াতুল ব্লগ লিখতে ভুলে যাই। এবার সেটাও জুড়ে দিলাম যা আপনিও সরাসরি পরে টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে পারবেন :
অসাধারন! মুগ্ধ হলাম ! চমৎকার ! ভালো লাগলো । সুন্দর! আরো চাই !
তবে,
লবন কম পরেছে । চিনি বেশী হয়েছে । আরেকটু আদা রসুল দিলে ভালো হতো । পানি একটু দিযে ফেলেছেন !
আমিন !
@সংশপ্তক,
ভাইরে আপনিতো দেখা যায় উলু বনে বেশ ভালোই মুক্ত ছড়াতে পারেন।অবশ্য ফ্রিতে মুক্ত পেতে কারই না ভালো লাগে বলেন? 😀
@সংশপ্তক,
আপনার এমন সুন্দর মোনাজাতে মকবুল- দোয়া – এ – ব্লগ এবং আয়াতুল ব্লগ আল্লাহ কবুল না করলে ফেরেস্তারা আল্লাহকে বদ- দোয়া দেবে।
শুরু হবে নতুন শতাব্দী, নতুন যুগের, নতুন প্রেরনার
উন্মাতাল বাতাসে উড়বে বিদ্রোহী স্বাধীন পতাকা
সৃষ্টি হবে আরক্তিম গোধুলিতে নবীন কাব্য প্রহর।
@রাজেশ তালুকদার,
ধন্যবাদ রাজেশ তালুকদারকে মন্তব্যের জন্য।