ডাঃ গুন্টার ভন হেগান একজন বিতর্কিত জার্মান এনাটমিষ্ট। পশ্চিম পোলান্ডে জন্ম গ্রহণকারি এই এনাটমিষ্ট বেড়ে উঠেছেন পূর্ব জার্মানীতে। চিকিৎসা শাস্ত্রে পড়াশুনার জন্যে ১৯৬৫ সালে তিনি ভর্তি হোন ইউনিভার্সিটি অব জেনাতে।

গুন্টার মানুষের বায়োলজিক্যাল টিস্যু সংরক্ষণের উদ্দ্যেশে ১৯৭৭ সালে প্লাষ্টিনেশন নামক এক পদ্ধতির আবিস্কারক। এনাটমিতে প্লাষ্টিনেশন এমন এক পদ্ধতি যার মাধ্যমে, মানব শরীর ও মানব অংগ থেকে পানি ও ফ্যাট সরিয়ে নিয়ে এক ধরনের প্লাষ্টিক ব্যবহারের মাধ্যমে মানব শরীর সংরক্ষণ করা হয়। পর্বরতী বছরগুলোতে গুন্টার প্লাষ্টিনেশন পদ্ধতির উন্নতির জন্যে কাজ করে গেছেন এবং ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করেন জার্মানির হেডেলবার্গে এ স্থাপন করেন ইনষ্টিটিউট অব প্লাষ্টিনেশন। পরবর্তীতে তিনি চীনে স্থাপক করেন পৃথিবীর সবচেয়ে বড় প্লাস্টিকিনেশন সিটি। প্রথম ২০ বছর যদিও ছোট ছোট অংগ প্রতংগ প্লাস্টিকিনেশন করা হতো, পরবর্তিতে ৯০ এর দশকে এসে পুরো শরীরই প্লাস্টিকিনেশন করা শুরু হয়।

১৯৯৫ সালে গুন্টার হেগানের প্লাস্টিনেশন করা মানব দেহগুলো নিয়ে প্রথম প্রদর্শনী হয় জাপানে। পরবর্তিতে পৃথিবীর ৫০ টিরও বেশি দেশে তিনি ‘‘Bodyবডি ওয়ার্ন্ড Worlds’’ নামের প্রদর্শনীর আয়জন করেন। এর মধ্যে শুধু ‘‘Bodyবডি ওয়ার্ন্ড Worlds’’এর
১,২,৩,৪ নং প্রদর্শনী দেখে ২৬ মিলিয়ন দর্শক। চলুন দেখা যাক ডাঃ গুন্টার ভন হেগান এর নেচারাল আর্ট এর কয়েকটি-

ডাঃ গুন্টার ভন হেগান ও তৈরি প্লাস্টিকিনেশনকৃ্ত মানব দেহের কিছু ছবি

ডাঃ গুন্টার ভন হেগান এর বডি ওয়ান্ড ওয়েব সাইটের লিংক-
http://www.bodyworlds.com/en.html

প্লাষ্টিনেশন সম্পর্কে জানতে দেখতে পারেন ছোট এই ভিডিও টি-

Plastination

তার বডিওয়ান্ড এস্কিবিশন সম্পর্কে জানতে পারবেন নীচের এই লিংক থেকে-

http://www.bodyworlds.com/en/exhibitions/current_exhibitions.html

আর একটি কথা, আমার মতো যাদের এনাটমি বিষয়ে জ্ঞান শূন্য তারা দেখতে পারেন,”এনাটমি ফর বিগেনার্স” নামক ডাঃ গুন্টার ভন হেগানের ডকুমেন্টারিটি-

ভালো থাকুন!!