ওয়ার ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিচার না হওয়া অপরাধীদের বিচারের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তাদের ‘মিডিয়া আর্কাইভ’ এ ক্ষেত্রে সবচে বেশি তথ্যসমৃদ্ধ।
সম্প্রতি তাদের মিডিয়া আর্কাইভে যোগ হয়েছে দুর্লভ একটি প্রামান্যচিত্র। ১৯৯৫ সালে ব্রিটেনের চ্যানেল ফোরে প্রচারিত হয় ‘ওয়ার ক্রাইমস ফাইল: ডিসপ্যাচ’ নামের একটি অসাধারন বর্ননা। স্বাধীনতার পরে বাংলাদেশে থেকে পালিয়ে আসা কয়েকটা রাজাকার/আলবদর কিভাবে ব্রিটেনে বাসা গেড়েছে, ধর্মের ব্যাবসা ফেঁদেছে, তা নিজের চোখেই দেখুন।
চ্যানেল ফোর এই ডকুমেন্টারি তৈরির পর পরেই চৌধুরী মঈনূদ্দীন তরফ থেকে এক আইনী হুমকির মুখে পড়ে। সুরাহা হয় এই শর্তে যে চ্যানেল ফোর এই তথ্যচিত্র পুনঃ প্রচার করতে পারবে না।
সত্যকে চাপা দেবার এই পুরোনো হাতিয়ার আজো ব্যাবহার করে যাচ্ছে রাজাকার চক্র।
এখানে তাদেরই মুখোশ খুলে দেয়া হলো।
Update: রেপিডশেয়ারে আট খন্ডে এর সম্পূর্ন পর্বটি আপলৌড করা হয়েছে। ডাউনলোড করতে ক্লিক করুন।
httpv://www.youtube.com/watch?v=4A1Ev17ZTAY
httpv://www.youtube.com/watch?v=b2osdXob48Y
httpv://www.youtube.com/watch?v=fxFse2AUxas
httpv://www.youtube.com/watch?v=pMPkMmwvgow
httpv://www.youtube.com/watch?v=KQ6o6uUJnUM
httpv://www.youtube.com/watch?v=h06qqECV-HY
To collect and store:
MediaFire Download
আমি চাই এই সব অপরাধীদের বিচার যেন হয়।
এটা সমস্যার সমাধান চাই।
আমি কেমন করে মুক্তমনা সদ্স্য হব। আমি কোন রেজিস্টর এর অপশন পাচ্ছি । যদি কেউ সাহয্য করতেন।
[email protected]
@tusin,
মুক্ত-মনার নীতিমালা দেখুন – এখানে
ধন্যবাদ।
ধন্যবাদ জনাব আরিফ,
মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ কখনো তামাদি হয়না। আমি একজন বাঙ্গালী হিসেবে বিশ্বের সর্বত্র সকল বাঙ্গালী সহ সমগ্র বিশ্বের তাবৎ মানবতাবাদীদের এই যুদ্ধাপরাধের বিচারের সপক্ষে সক্রীয় এবং কার্যকর অবস্থান দাবী করছি। আমাদের বাংলাদেশ হতে সন্ত্রাস, দূর্নীতি এবং সামাজিক বিশৃংখলা প্রতিরোধের এটিই পূর্বশর্ত।
@কেশব অধিকারী,
কথা গুলি হাড়ে হাড়ে সত্য “….বাংলাদেশ হতে সন্ত্রাস, দূর্নীতি এবং সামাজিক বিশৃংখলা প্রতিরোধের এটিই পূর্বশর্ত।”
আমার মনে হয় বাংলাদেশ কোন কালেই রাজাকারদের বিচার কোরতে পারবে না।আওমি লিগের ভিতর লুকিয়ে আছে শত রাজাকার।
@ধন্যবাদ আরিফুর রহমানকে।
বাংলাদেশের যুদ্ধপরাধী বিচার ট্রাইবুনালের প্রক্রিয়া ,তুলনামুলক মান এবং আপডেট নিয়ে কেউ কি জানাবেন। অথবা অভিজিতদা বা ফরিদ ভাইকে কি অনুরোধ করতে পারি এমন একটা লেখার ব্যবস্থা করতে।
চৌধুরী মঈনূদ্দীন বিবিসির বিরুদ্ধে আইনী অভিযোগটা কি ছিলো?
দুঃখের বিষয় হলো এত এত প্রমাণ থাকা সত্তেও আমরা এতবছরেও একজন রাজাকারেরও বিচার করতে পারলাম না।
আমরা এই সব সেদিনের বিভতস ইতিহাস তাড়াতাড়িই ভুলে যাই। ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য।
গুড জব! :yes:
আরিফুর রহমান,
শত্রুরা আজীবন,বংশ পরম্পরায়,যুগ যুগ,শত শত বছর ধরে একসাথ থাকে।যখনই সুযোগ পায় তখনই বিষধর কোবরা সাপের মতো শুধু বিষাক্ত ছোবল মারে ব্যক্তি বিশেষ থেকে শুরু করে একটি সমগ্র জাতির উপর। মিত্ররা শুধু আলাদা হয় আর ভাংগনের খেলা খেলে যায়।তাদের এই দূর্বলতার সুযোগ নিয়ে গত ৩৯ বছর বাংলাদেশের শত্রুরা :guli: :guli: :guli: রক্তাত্ত্ব ও ধর্ষিত করেছে ও করছে আমার বংগ-জননীর আপামর জনতাকে।
পুরানো অথচ তাঁজা,খাঁসা নর-শকুনদের খবরটি আমাদের দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। :yes: :yes: :yes:
ধন্যবাদ।