ওয়ার ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিচার না হওয়া অপরাধীদের বিচারের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তাদের ‘মিডিয়া আর্কাইভ’ এ ক্ষেত্রে সবচে বেশি তথ্যসমৃদ্ধ।

সম্প্রতি তাদের মিডিয়া আর্কাইভে যোগ হয়েছে দুর্লভ একটি প্রামান্যচিত্র। ১৯৯৫ সালে ব্রিটেনের চ্যানেল ফোরে প্রচারিত হয় ‘ওয়ার ক্রাইমস ফাইল: ডিসপ‌্যাচ’ নামের একটি অসাধারন বর্ননা। স্বাধীনতার পরে বাংলাদেশে থেকে পালিয়ে আসা কয়েকটা রাজাকার/আলবদর কিভাবে ব্রিটেনে বাসা গেড়েছে, ধর্মের ব্যাবসা ফেঁদেছে, তা নিজের চোখেই দেখুন।

চ্যানেল ফোর এই ডকুমেন্টারি তৈরির পর পরেই চৌধুরী মঈনূদ্দীন তরফ থেকে এক আইনী হুমকির মুখে পড়ে। সুরাহা হয় এই শর্তে যে চ্যানেল ফোর এই তথ্যচিত্র পুনঃ প্রচার করতে পারবে না।

সত্যকে চাপা দেবার এই পুরোনো হাতিয়ার আজো ব্যাবহার করে যাচ্ছে রাজাকার চক্র।

এখানে তাদেরই মুখোশ খুলে দেয়া হলো।

Update: রেপিডশেয়ারে আট খন্ডে এর সম্পূর্ন পর্বটি আপলৌড করা হয়েছে। ডাউনলোড করতে ক্লিক করুন।

httpv://www.youtube.com/watch?v=4A1Ev17ZTAY

httpv://www.youtube.com/watch?v=b2osdXob48Y

httpv://www.youtube.com/watch?v=fxFse2AUxas

httpv://www.youtube.com/watch?v=pMPkMmwvgow

httpv://www.youtube.com/watch?v=KQ6o6uUJnUM

httpv://www.youtube.com/watch?v=h06qqECV-HY

To collect and store:
MediaFire Download