mohabritto_cover

দীর্ঘ ১৮ বছরের নিরলস পথ চলায় এ সংগঠনটি আবিষ্কার করেছে এক চিরন্তন সত্য। আর তা হচ্ছে- দেশে এখনও এমন একটি সয়ংসম্পূর্ণ বিজ্ঞান সংকলনের অভাব রয়েছে, যার মধ্য দিয়ে নিশ্চিত হবে দেশের বিজ্ঞান চর্চার অগ্রগতি। দেশের সর্বস্তরের বিজ্ঞান লেখক, গবেষক, চিন্তাবিদ, সকল বিজ্ঞান সংগঠন তথাপি বিজ্ঞানমনষ্ক প্রতিটি ব্যক্তি ও সংগঠনের অংশগ্রহণে যে সংকলনটি দ্বারা নির্ধারণের চেষ্টা করা হবে দেশের বিজ্ঞান চর্চার মানদণ্ড। এ চিন্তা থেকে বিজ্ঞান বক্তা আসিফের সম্পাদনায় ডিসকাশন প্রজেক্ট-এর নিয়মিত প্রকাশনা মহাবৃত্ত এর আত্মপ্রকাশ। মহাবৃত্তের বিশাল সীমারেখা যেভাবে পৃথিবীকে বেষ্টিত রাখে। ঠিক তেমনিভাবে ডিসকাশন প্রজেক্টর প্রকাশনা মহাবৃত্ত যেন দেশের সমস্ত বিজ্ঞান অনূরাগীকে বেষ্টিত করে রাখতে পারে আর এর মাধ্যমে দেশের বিজ্ঞান চর্চার গতি অব্যাহত থাকবে এটাই আমাদের কাম্য। বিজ্ঞান অন্ধকারের প্রদীপ। এ প্রদীপ আরও প্রজ্জ্বলিত হোক, ছড়িয়ে পড়ুক আলো থেকে আলো, অন্তরে অন্তরে।

২০০৫ সালের পুরোটা জুড়েই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের শতবাষির্কী উদযাপন হয়েছে। বছরটিকে জাতিসংঘও পদার্থবিজ্ঞান বর্ষ ঘোষণা করেছিল। এ উপলক্ষে আইনস্টাইন ও আপেক্ষিক তত্ত্বের বিভিন্ন দিক নিয়ে মহাবৃত্তের দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যাটি সাজানো হয়েছে। মূলত ২০০৫ সালে আইনস্টাইন বর্ষকে উদযাপনে পদার্থবিজ্ঞানকে কেন্দ্র করেই মহাবৃত্তের এ কলেবর। এছাড়াও প্রথম বর্ষে ছোট কলেবরে আরেকটি সংখ্যা বের হয়েছিল। পরবর্তী সংখ্যাগুলো অবশ্য এতটা বিষয় ভিত্তিক হবে না। যাহোক অনাকাঙ্ক্ষিত ও অনিবার্য কিছু কারণে এইটি প্রকাশের বিলম্ব এড়ানো গেলনা। তবে আমাদের আন্তরিকতা ও নিষ্ঠায় কোনও খাঁদ ছিল না।

এ সংখ্যাটিতে আছে প্রকৃতিবিদ ও লেখক দ্বিজেন শর্মার শুভেচ্ছ সম্পাদকীয়। আপেক্ষিক তত্ত্বের শতবর্ষ উপলক্ষে নেওয়া পদার্থবিদ অধ্যাপক এ.এম হারুন অর রশিদ এর সাক্ষাৎকার। অধ্যাপক অজয় রায়ের প্রবন্ধ – ভৌত বাস্তবতা: আইনস্টাইন ও রবীন্দ্রনাথ; পদার্থবিদ ড.আলী অসগরের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব : নতুন শতাব্দীর আলোকে। সঙগঠক ও মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের আইনস্টাইন ও মিলেভা : এক জটিল সমীকরণ। লেখক ও সাংবাদিক সৈয়দ তোশারফ আলীর আইনস্টাইন- মানবতন্ময় এক বিজ্ঞানী। উন্মাদ সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীবের আলবার্ট আইনস্টাইন এবং অতঃপর …। প্রথম আলো গণিত অলিম্পিয়াডের সম্পাদক মুনির হাসানের আইনস্টাইন আমার আইনস্টাইন। বিজ্ঞান লেখক ও মুক্তমনা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের মানস পরীক্ষণের এক অসাধারণ কাহিনী। পদার্থবিদ শামসুদ্দিন আহমেদের আপেক্ষিকতার সার্বিক তত্ত্বের ভিত্তিভূমি। বিজ্ঞান কর্মী মোস্তফা আমিনুর রশীদের পদার্থবিজ্ঞানের ষষ্ঠ বিপ্লব। ডিসকাশন প্রজেক্ট এর সমন্বয়ক  ও বিজ্ঞান লেখক খালেদা ইয়াসমিন ইতির আইনস্টাইনের জীবনপঞ্জি। বিজ্ঞান বক্তা আসিফের কার্ল সাগানের দৃষ্টিতে আইনস্টাইন। বিজ্ঞান কর্মী ও প্রোগ্রামার রজনীশ রতন সিংহ এর পদার্থবিজ্ঞানের অর্জন দিয়ে কয়েক শতক প্রযুক্তি উন্নয়ন সম্ভব।

এছাড়াও এ সঙখ্যায় আছে কালের প্রতিভা : আইনস্টাইন বিগব্যাং তত্ত্বের পরীক্ষামূলক কার্যক্রম শুরু। আইনস্টাইনের স্বহস্তে লিখিত পাণ্ডুলিপি। ২৪ কোটি আলোকবর্ষ দূরের দানবীয় এক বিস্ফোরণ। আইনস্টাইনের বাড়িতে। বিশ্বব্যাপি আপেক্ষিক তত্ত্বের শতবার্ষিকী। ব্যালে নৃত্যকেও অনুপ্রাণিত করেছে। খুলে দেওয়া হচ্ছে খামার বাড়িটি। শিক্ষা সংকটে পদার্থবিজ্ঞান। জনপ্রিয়তার খোঁজে পদার্থবিজ্ঞান। সময় খেকো ফড়িং ঘড়ি। বাংলাদেশে শত বার্ষিকী পালন।

আসিফ এর সম্পাদনায় ১২০ পাতার প্রায় ১০০ ছবি সমৃদ্ধ দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যাটির মূল্য ১৫০ টাকা বা ৫ ডলার। পাওয়া যাবে আজিজ সুপার মার্কেটের তক্ষশিলায়, সাহিত্য প্রকাশে। যোগাযোগ: ০১৯১২৯১৭৫৫৪। [email protected]

:line:



মহাবৃত্তের প্রিমিয়াম গ্রাহক হোন (বিস্তারিত এখানে)

.

:line: