(গত শতাব্দীর সর্বর্শেষ্ঠ ভাবুক বার্টান্ড রাসেলের “A Liberal Decalogue” রচনাটির অনুবাদ। একজন উদারপন্থীর নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকা উচিত বলে রাসেল মনে করেন।)
১. কোন ব্যাপারেই পুরোপুরি নিশ্চিত হয়ো না।
২. চিন্তন প্রক্রিয়ায় কখনোই ‘প্রমাণ’ গোপন করার চেষ্টা করো না, কারণ প্রমাণকে চিরদিন লুকিয়ে রাখা সম্ভব নয়।
৩. ‘চিন্তা’ করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না, কারণ একমাত্র ‘চিন্তা’র মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
৪. যখনই তুমি বিরোধিতার মুখোমুখি হবে, এমনকি বিরোধীপক্ষ যদি তোমার স্বামী বা সন্তানও হয়, যুক্তিপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা কর, কতৃত্বপ্রয়োগের মাধ্যমে নয়।
৫. অন্যের ‘কতৃত্ব’-র উপর বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ রেখো না, কারণ সবসময়ই পরস্পরবিরোধী কতৃত্বের দেখা মেলে।
৬. যেসব মতামত তোমার কাছে ক্ষতিকর বলে প্রমাণিত হয়, তাদেরকে কখনোই বলপ্রয়োগের মাধ্যমে দমন করার চেষ্টা করো না; কারণ যদি তুমি তা করো তাহলে ওই মতামতগুলোই তোমাকে দমন করে ফেলবে।
৭. তোমার চিন্তাভাবনা ‘অদ্ভূত’ বলে ভীত হয়ো না, কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তাভাবনাই একসময় ‘অদ্ভূত’ ছিল।
৮. অপ্রত্যক্ষভাবে মতৈক্যে না পৌছে ভিন্নমত পোষণ করো।
৯. সত্যবাদী হও, এমনকি যদি সত্যটি অপ্রীতিকর হয় তারপরও; কারণ সত্য প্রকাশ করার চেয়ে সত্য লুকিয়ে রাখার চেষ্টাটি আরো বেশি অপ্রীতিকর।
১০. বোকার স্বর্গে বাস করাদের সুখ দেখে হিংসা করো না, কারণ ওই অবস্থাকে সুখ ভাবা একমাত্র ‘বোকা’দের পক্ষেই সম্ভব।
সূর্য ভাইকে ধন্যবাদ লেখাটির জন্য। ১০ নাম্বারটা খুব পছন্দ হয়েছে
উত্তম প্রস্তাব। প্রথমটি নিয়ে কিছু খটকা আছে যদিও।
Bertrand Russell এর ‘A LIBERAL DECALOGUE’ পাবেন এখানে –
http://users.drew.edu/jlenz/br-decalog.html
এই অনুবাদের সাথে মিলিয়ে পড়তে পারেন।
ধন্যবাদ।
বার্টান্ড রাসেলের সঙ্গে তুলনার ধৃষ্টতা করবো না, তবে ক্রিস্টোফার হিচেনসের নতুন টেন কম্যান্ডমেন্টস পড়া/দেখা যেতে পারে 🙂
‘Commandments’ এর বাংলা কি করা যায়? এটা খুবই একটা পশ্চিমা, জুডিও-ক্রিশ্চান শব্দ, এটার কি কোন বাংলা আছে?
@রাহাত খান,
অনুজ্ঞা?
@ধ্রুব, অথবা অনুশাসন?
@র্সূয, :yes:
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে , একজন প্রকৃত উদারপন্থী নিজেকে কোন সুনির্দিষ্ট এবং
সংজ্ঞায়িত অনুশাসনে বেঁধে ফেলতে পারেন না । যখন তিনি তা করেন , তিনি তখন আর উদার থাকেন না । আমাদেরকে কখনও পরিস্থিতি বিশেষে আমাদের নিজের স্বজ্ঞা বা অন্তর্জ্ঞানকে বিশ্বাস করতে শিখতে হবে ।
@বিজয়,
এখানে স্বজ্ঞা বা অন্তর্জ্ঞান বলতে কি বোঝাচ্ছেন? এর সন্ধান কি করে পাওয়া যায়?
@ধ্রুব,
আমি এখানে intuition কে বোঝাচ্ছি ।
@বিজয়, আমার মনে হয় এখানে “Commandments” অথবা “Decalogue” কে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এই প্রস্তাবনাগুলোকে “উদারপন্থীদের অনুশাসন” না বলে “উদারপন্থীদের বৈশিষ্ট্য” বলাই উত্তম।
তার মানে এই না যে এই বৈশিষ্ট্যগুলো অক্ষরে অক্ষরে মেনে না চললে আপনে উদারপন্থী হতে পারবেন না।
@র্সূয,
আমি আপনার সংগে এব্যাপারে একমত ।
যুগোপযোগী commandments । শেষের commandment টা সবচেয়ে ভাল লেগেছে। তবে প্রথমটাতে একটু খটকা লাগল। অব্যর্থ যুক্তি থাকলে কি কোন ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে না।
ধন্যবাদ সূর্যদা।
@রনবীর, স্বাগতম।
অব্যর্থ যুক্তির মাধ্যমে অবশ্যই আমরা একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌছতে পারি, কিন্তু তারপরও এই সিদ্ধান্তের বিপরীতে যদি কেউ কিছু বলতে চায় সেটাও আমাদের বিবেচনা করা আবশ্যক; সম্ভবতঃ এ কারণেই রাসেল কোন ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে মানা করেছেন।