আমি তোমাকে দিতে চেয়েছিলাম আমার একান্ত মৌলিক ভালবাসা
যে ভালবাসার স্বত্ব শুধুমাত্র আমারই আছে
দিতে চেয়েছিলাম, আমার লেখা একমাত্র কবিতাটি
আমার বাগানের একমাত্র ফুল, যেটি শুধুমাত্র তোমারই জন্য ফুটেছিল।
যার জন্য আজন্ম অলস এই আমি খেটে মরেছি রাতদিন।
তোমাকে দিতে চেয়েছিলাম সোনালী নৈ:শব্দে ভরা কিছু শব্দমালা
যা আমি প্রকাশ করব শব্দহীন বর্নসমষ্টিতে, তোমার গভীর
গাঢ় দুচোখে চোখ রেখে। প্লাবন ডাকাতে চেয়েছিলাম তোমার
অবশ হয়ে যাওয়া দেহের প্রতিটি কোষ থেকে কোষে
যেভাবে সমাজতন্ত্রীরা বিপ্লবের ডাক দেয় মুষ্ঠিবদ্ধ হাতে
বিদ্রোহী প্লাকার্ড হাতে নিয়ে।
আমার কবিতার মর্মার্থ বুঝতে তুমি ব্যর্থ হয়েছ
আমার বাগানের একমাত্র ফুলটি তোমার হাতে যাওয়া মাত্র
মৃত্যুবরন করেছে। যেফুল একবারই মাত্র ফোটে
আমার শব্দহীন ভালবাসার একান্ত প্রকাশভঙ্গি বুঝতে
তুমি ভুল করেছ, অত্যন্ত করুন ভাবে
তোমার শুকিয়ে যাওয়া কোষ জাগাতে আমি ব্যর্থ হয়েছি
প্রচন্ডভাবে।
বুঝে গেছি আমি, মেয়ে
আমার মৌলিক ভালবাসা পাওয়ার যোগ্য তুমি নও
হতে পারনি এখনও
যে ভালবাসার স্বত্ব শুধুমাত্র আমারই আছে।
ভাই অসাধারন । এ সম্পর্কে মন্তব্য করার ভাষা আমার জানা নাই ।
প্রিয় সাইফুল,
তোমার ইমেল পেয়েছি। কবিতাটি পড়লাম। আসলে প্রেমের কবিতা লেখার আগে কবিকে অনেকটা চিন্তা করতে হয়; জীবনানন্দের ‘বনলতা সেন’ না সুধীন্দ্রনাথের ‘শাশ্বতী, কোনটির কাছাকাছি যাবেন। এ দু’টি কবিতার কথা উল্লেখ করলাম এ কারণে যে এরা আমাদের প্রেমের কবিতার মানদণ্ড, অন্তত আমার তাই মনে হয়। তবে তোমার কবিতার শুরুর দিকের টোন কিন্তু হুমায়ুন আজাদীয়। অক্ষরবৃত্তের দুর্বলতা আছে। ছন্দের দু’একটা বই পড়ে ওটা কাটিয়ে উঠতে পারবে।
“একটি কথার দ্বিধা থরথর চূড়ে
ভর করেছিল সাতটি অমরাবতী;
একটি নিমেষ দাঁড়ালো সরণী জুড়ে,
থামিল কালের চিরচঞ্চল গতি।”
কিম্বা,
“চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য…”
প্রেম ও ভালবাসা শব্দ দু’টি উল্লেখ না থেকেও এমন শাশ্বত প্রেমের কবিতা হয়ে উঠবে তোমার হাতে সেই আশা রাখছি।
@হাসানআল আব্দুল্লাহ,
কবিকে অসংখ্য ধন্যবাদ মুল্যবান মন্তব্যের জন্য। আপনার উপদেশ আমাকে ভবিষ্যতে অনেক অনেক সাহায্য করবে।
শুভ কামনা রইল কবির জন্য। ভাল থাকবেন।
সুন্দর কবিতা, তবে বাংলাদেশের এখনকার সমাজতন্ত্রীদের যে অবস্থা তা তে আর বোধ হয় প্লাবন ডাকা সম্ভব নয় 🙂
@রাহাত খান,
কথাটা সত্য।
ওহে ব্যর্থ প্রেমিক স্বার্থক কবি, এতো সুন্দর কবিতা কেমনে লিখতে হয়, একটু টিপস দেনা না ভাই। :yes: :rose2:
@আকাশ মালিক,
আগে প্রেম করুন তারপর বলব। 😀