আমি তোমাকে দিতে চেয়েছিলাম আমার একান্ত মৌলিক ভালবাসা
যে ভালবাসার স্বত্ব শুধুমাত্র আমারই আছে
দিতে চেয়েছিলাম, আমার লেখা একমাত্র কবিতাটি
আমার বাগানের একমাত্র ফুল, যেটি শুধুমাত্র তোমারই জন্য ফুটেছিল।
যার জন্য আজন্ম অলস এই আমি খেটে মরেছি রাতদিন।
তোমাকে দিতে চেয়েছিলাম সোনালী নৈ:শব্দে ভরা কিছু শব্দমালা
যা আমি প্রকাশ করব শব্দহীন বর্নসমষ্টিতে, তোমার গভীর
গাঢ় দুচোখে চোখ রেখে। প্লাবন ডাকাতে চেয়েছিলাম তোমার
অবশ হয়ে যাওয়া দেহের প্রতিটি কোষ থেকে কোষে
যেভাবে সমাজতন্ত্রীরা বিপ্লবের ডাক দেয় মুষ্ঠিবদ্ধ হাতে
বিদ্রোহী প্লাকার্ড হাতে নিয়ে।

আমার কবিতার মর্মার্থ বুঝতে তুমি ব্যর্থ হয়েছ
আমার বাগানের একমাত্র ফুলটি তোমার হাতে যাওয়া মাত্র
মৃত্যুবরন করেছে। যেফুল একবারই মাত্র ফোটে
আমার শব্দহীন ভালবাসার একান্ত প্রকাশভঙ্গি বুঝতে
তুমি ভুল করেছ, অত্যন্ত করুন ভাবে
তোমার শুকিয়ে যাওয়া কোষ জাগাতে আমি ব্যর্থ হয়েছি
প্রচন্ডভাবে।
বুঝে গেছি আমি, মেয়ে
আমার মৌলিক ভালবাসা পাওয়ার যোগ্য তুমি নও
হতে পারনি এখনও
যে ভালবাসার স্বত্ব শুধুমাত্র আমারই আছে।