“শব্দহীন শব্দেরা” একটি প্রেমের কবিতার বই, একুশে বইমেলা ২০১০ এ প্রকাশিত। কবিতার উপজীব্য হিসেবে এর মধ্যে যে ছবিগুলো উঠে এসেছে তা নিছকই কল্পনায় ভর করে নয়, বরং অনেকগুলো সম্পর্ক, সময় আর পারিপার্শ্বিক যে বোধগুলো তৈরি হয়েছিল, রেখাপাত করেছিল লেখকের মনে তার উপর ভিত্তি করেই রচিত হয়েছে কবিতার পঙ্ক্তিমালা। প্রেম-ভালোবাসা, কপটতা-স্বচ্ছতার মাঝে যে সম্পর্ক আর সম্পর্কের যে দহন তারই এক অনবদ্য রূপ দেয়ার চেষ্টা হয়েছে কবিতার মধ্য দিয়ে। অনেকগুলো রূঢ় বাস্তবতাকে শিল্পীর ক্যানভাসে পরিশীলিত রূপে উপস্থাপন করা হয়েছে। সেগুলো যতটা কাব্যগুনসম্পন্ন বা শিল্পসম্মত হয়ে উঠেছে তার চেয়ে বেশী প্রাধান্য পেয়েছে মনের গহীনে লালন করা উপলব্ধিগুলো। পাঠক মনেও যদি উপলব্ধিগুলো একই রকম রেখাপাত করে তবেই সার্থকতা।
লেখক পরিচিতি:
নাম: সালমা ইয়াসমিন নিতি
জন্ম: নভেম্বর ১৬, ১৯৬৯ সাল। বাগেরহাট জেলার চিংড়াখালী গ্রামেই কেটেছে শৈশব আর কৈশোরের দিনগুলো। চিংড়াখালী থেকেই মাধ্যমিক পাশ।
শিক্ষা: খুলনায় কলেজ শিক্ষা শেষ করে রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান ও শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর এবং সাউথইস্ট ইয়্যুনির্ভাসিটি থেকে ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ।
চাকরি: ছাত্রজীবনে বাম আন্দোলনের ছায়ায় বেড়ে ওঠা স্বাধীনচেতা এই নারীর কাছে চাকরি নয় বরং কাজই ছিল মূখ্য, তাই সরকারি চাকরি মোহগ্রস্থ করেনি তাঁকে, একাডেমিক পরীক্ষায় ভাল ফলাফল সত্বেও বিসিএসএ বসেননি এমনকি সরকারি চাকরি পেয়েও ছেড়ে চলে আসেন এনজিওতে; যেখানে সমাজের অবহেলিত, বঞ্চিত মানুষের জন্য কিছু করা যায়। সেই থেকে আর পেছনে ফেরা নয়, আর্ন্তজাতিক ও দেশীয় খ্যাতনামা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থায় ১৪ বছর ধরে সম্মানের সাথে কাজ করে যাচ্ছেন।
লেখালেখি: লেখালেখির বয়সও অনেক। হাতেখড়ি মায়ের কাছে, উৎসাহ অনুপ্রেরণা বোন বন্ধুরা। মাধ্যমিক স্কুল থেকেই শুরু। খুলনা বেতারে নবীন ভুবন, অঙ্গনা অনুষ্ঠানে গ্রন্থনা, উপস্থাপনা ও আলোচক হিসেবে শখের বশে কাজ করেছেন, নিজের লেখা কবিতা আবৃত্তির অডিও ক্যাসেটও বের হয়েছে।কবিতা ছাড়াও সমসাময়িক ও সামাজিক বিভিন্ন বিষয়ে ফিচার লিখেছেন তিনি যা ইতিপূর্বে বিভিন্ন বাংলা ওয়েবসাইটে ছাপা হয়েছে ও পাঠক প্রিয়তা পেয়েছে।
শখ: গান শোনা, বই পড়া, বেড়ানো, ছবি তোলা ও দেখা।
অবসর কাটে: একমাত্র মেয়েকে সময় দিয়ে এবং লিখে।
স্বপ্ন: দেশের সকল অটিষ্টিক শিশুর মা হয়ে ওঠা।
কষ্ট: সবচেয়ে প্রিয় মানুষটিকে ঘৃণা করতে না পারা।
নিতি,
আপনার কবিতার অপেক্ষায়!
ভালো থাকবেন।
বিসিএস এ না বসে সরকারী চাকরী কেমনে পাওয়া যায় আপা? তদর্থক নিয়োগের কথা বলছেন কি?
রিভিউটা অন্য কেউ লিখলে বোধহয় আরো ভালো হত।
I cann’t understand that who u are and what u wrote exactly but one thing I got that how can get a job without BCS? Then I will tell you come BD and go through in policy of recruitment in different department, service rule, process and so on……………