মুক্তান্বেষার পঞ্চম সংখ্যা (তৃতীয় বর্ষ, প্রথম সংখ্যা, সেপ্টেম্বর ২০০৯) বাজারে বেরিয়েছে বেশ কিছুদিন হল। শিক্ষা আন্দোলন মঞ্চ এবং মুক্তমনার মুখপত্র হিসেবে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাটির লক্ষ্য হচ্ছে সমাজে যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা এবং মানবকল্যানবোধ প্রতিষ্ঠা। মুক্তান্বেষার এই নতুন সংখ্যাটিতে মুক্তমনার নিয়মিত ব্লগারদের অনেকের লেখাই যেমন স্থান পেয়েছে, সেই সাথে পাওয়া যাবে পূর্বে অপ্রকাশিত একেবারেই নতুন কিছু লেখা।

যে প্রবন্ধগুলো নিয়ে বর্তমান সংখ্যাটি সাজানো হয়েছে সেগুলো হল –

সূচীপত্র

সম্পাদকীয় … ০৫

মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা (প্রথম অংশ) অভিজিৎ রায় … ০৭

অপারেশন মোনায়েম খান কিলিং বিপ্লব রহমান …২৫

ধর্মের উৎস সন্ধানে রিচার্ড ডকিন্স (দিগন্ত সরকার) …৩৩

দক্ষিণ এশিয়া উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সমস্যা ও সম্ভাবনা গোলাম আবু জাকারিয়া …৪৪

অধিবিদ্যার মৃত্যু সিদ্ধার্থ সংকর জোয়ার্দ্দার … ৪৭

দর্শন ও শিক্ষার পারষ্পরিক সম্পর্ক আকন্দ সামসুন নাহার … ৫৬

ইনশাল্লা মীজান রহমান …৬০

নারীর মূল্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় …৬৩

শ্রদ্ধাঞ্জলি: কবি আলাউদ্দিন আল আজাদ অজয় রায় …৭১

একটি মৃত্যু ও এক অমরতা শ্যামল ভট্টাচার্য …৭২

কবিতা মো. আশরাফ হোসেন … ৭৫

ভালোলাগা মন্দলাগা … ৭৬

আমাদের সংগ্রাম চলবেই সাইফুর রহমান তপন …৭৭

 

ঢাকা (২৭/১১/১ ক, তোপখানা রোড, ৫ম তলা) থেকে প্রকাশিত মুক্তান্বেষা পত্রিকাটির সম্পাদনা পর্ষদে আছেন –

  • অধ্যাপক অজয় রায়
  • অধ্যাপক শহিদুল ইসলাম
  • অধ্যাপক হাসান আজিজুল হক
  • এবং অনন্ত বিজয় দাশ

সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুর রহমান তপন।

মুক্তান্বেষার পূর্ববর্তী সংখ্যা গুলো পাওয়া যাবে এখানে – (১ম সংখ্যা | ২য় সংখ্যা | ৩য় সংখ্যা | ৪র্থ সংখ্যা) ।