শিক্ষা আন্দোলন মঞ্চ ও মুক্তমনার নিবেদন মুক্তান্বেষা (২য় বর্ষ, ২য় সংখ্যা)

মুক্তান্বেষার চতুর্থ সংখ্যা বাজারে বেরিয়েছে। শিক্ষা আন্দোলন মঞ্চ এবং মুক্তমনার একটি যৌথ প্রয়াস হিসেবে ঢাকার সেগুনবাগিচা থেকে প্রকাশিত পত্রিকাটির লক্ষ্য হচ্ছে সমাজে যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা এবং মানবকল্যানবোধ প্রতিষ্ঠা। এ পর্যন্ত প্রকাশিত মুক্তান্বেষার সংখ্যাগুলো হল –

যে প্রবন্ধগুলো নিয়ে বর্তমান সংখ্যাটি সাজানো হয়েছে সেগুলো হল –

সূচীপত্র

পাঠকের পাতা… ৫

সম্পাদকীয় … ৮

সেক্যুলারিজম : বাংলাদেশের বাস্তবতা থেকে কিছু ভাবনা আবুল মোমেন … ০৯

একাত্তরের ধর্ষণের ইতিহাস বিকৃতি পুনর্মিত্রতার ব্যবস্থাপত্র নয়নিকা মুখার্জী (তানভীর ইসলাম) …১৪

স্বামী বিবেকানন্দ অফুরন্ত প্রেরণার উৎস কবীর চৌধুরী …১৮

পরিকল্পিত মহাবিশ্ব? স্টিভেন ওয়েনবার্গ (দিগন্ত সরকার) …২৩

আলবার্ট আইনস্টাইন : মহাজাগতিক মানব ধর্মের মহান ঋষি যতীন সরকার … ২৯

ইতিহাসের পাতা থেকে : প্রাচীন ভারতে গোমাংস রাজেন্দ্রলাল মিত্র … ৩৬

আইনস্টাইন-রবীন্দ্রনাথ সাক্ষাৎ : সঙ্গীত নিয়ে কথা অজয় রায় ও অভিজিৎ রায় …৪২

হুমায়ুন আজাদ ও লেখকের স্বাধীনতা মোহাম্মদ আলী …৪৮

শ্রদ্ধাঞ্জলি : অগ্নিযুগের শহীদ ক্ষুদিরাম অজয় রায় … ৫৬

মানুষ মানুষের জন্য : রিজওয়ানুর রহমানের মৃত্যুরহস্য শঙ্কর রায় …৬৫

আমাদের সংগ্রাম চলবেই : লালন ভাস্কর্য এবং পুনঃস্থাপন আশরাফুল ইসলাম সুবর্ণ …৬৮

কবিতা বেলাল মোহাম্মদ … ৬১

ভালোলাগা মন্দলাগা … ৭৩

মুক্তান্বেষার ৪র্থ সংখ্যাটি সংগ্রহ করতে আজিজ সুপার মার্কেট সহ বাংলাদেশের বিভিন্ন বুক-স্টলে খোঁজ করুন।


ঢাকা থেকে প্রকাশিত মুক্তান্বেষা পত্রিকাটির সম্পাদনা পর্ষদে আছেন –

  • অধ্যাপক অজয় রায়
  • অধ্যাপক শহিদুল ইসলাম
  • অধ্যাপক হাসান আজিজুল হক
  • এবং অনন্ত বিজয় দাশ

সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুর রহমান তপন, টেলিফোনঃ ৬৬৬৮৬৪০৪৭১

মুক্তান্বেষায় লেখা কিংবা প্রতিক্রিয়া পাঠানোর জন্য [email protected], অথবা [email protected] -এ দুটি ইমেইল ব্যবহার করুন অথবা ডাকযোগে নীচের ঠিকানায় লেখা পাঠান

(৬/৭, সেগুনবাগিচা; বি/৬, ডোমিনো এল্ডোরাডো, ঢাকা – ১০০০, বাংলাদেশ)

  • মুক্তান্বেষার জন্য নিয়মিত লিখুন, বিজ্ঞানমনস্ক প্রগতিশীল মনন গড়ে তুলতে সাহায্য করুন।

:line:

বাংলাদেশ থেকে মুক্তান্বেষার গ্রাহক হবার জন্য নীচের যে কোন একটি লিঙ্ক থেকে ফর্মটি পুরণ করে মানি অর্ডার/পে অর্ডার/ব্যাংক ড্রাফট সহযোগে শিক্ষা আন্দোলন মঞ্চের ঠিকানায় প্রেরণ করুন –

গ্রাহক ফর্ম (পিডিএফ) :pdf:

গ্রাহক ফর্ম (জেপেগ) (P)