তোমরাই ভুলে গেছ মল্লিকাদের নাম
নুরুজ্জামান মানিক
আমরা ক’জন শুনেছি বা জানি রানী লক্ষী বাই বা মোমতাজ মহলের সিপাহী বিদ্রোহে ভুমিকার কথা ? ‘৫০ দশকের শুরুতে পাকিস্তানী শাষকদের শ্বেতসন্ত্রাসের শিকার ইলা মিত্রের কথা কি আমাদের মনে আছে? ৭-১-৫০ তারিখে গ্রেফতারবরন হতে ১৬-১-৫০ তারিখ পর্যন্ত তার উপর যে নির্যাতন চালানো হয়, পৃথিবীর সব নির্যাতনের ইতিহাসই তার কাছে ম্লান হয়ে যায়। আমরা ক’ জন জানি, ২১শে ফেব্রয়ারী,৫২ সালে যখন পুলিশ গ্রেফতারী এ্যাকশন শুরু করে তখন নারীরাই প্রথম মিছিল বের করেছিল? ষাটের দশকে বঙ্গবন্ধুসহ আওয়ামীলীগ এর অধিকাংশ নেতা কর্মী যখন জেলে তখন দলের কান্ডারী হিসেবে স্বাধীকার আন্দোলনে গুরুত্বপুর্ন ভুমিকা পালনকারী আমেনা বেগমের কথা কি আমাদের মনে আছে ? মুক্তিযুদ্ধের উপরের পরিচিত আলোকচিত্র চিত্রতে দেখা যাচ্ছে রোকেয়া হলের ছাত্রীদের (জয়বাংলা বাহিনী’র ) রাইফেল হাতে মিছিল , এর অন্যতম অধিনায়ক মমতাজ বেগম এর নাম আর কেউ উচ্চারন করে না ; নারী বলেই কি এই চেপে রাখা ? মুক্তিযুদ্ধে নারী বলতেই আমাদের সামনে আসে বীরঙ্গনা কিংবা শহীদ মা বা স্ত্রী এর চিত্র -লড়াকু নারীদের কথা কেন আসে না ? আমরা ক’জন জানি একাধিক অপারেশনে গ্রেনেড চার্জ করেছিল প্রীতিলতার উত্তরসুরি এই নারীই ।
বস্ততঃ দুনিয়ার সমস্ত আবিস্কারে
ইতিহাস বিনির্মানে
অধিকার আদায়ের সংগ্রামে
মুক্তির লড়াইয়ে
সাহিত্যে ধর্ম দর্শনে বিজ্ঞানে সংস্কৃতিতে
যুগে যুগে নারীরা রেখেছে অবদান
কিন্তু পুরুষতান্ত্রিক ইতিহাস তাদের কথা চেপে গেছে
সমাজ তাদের কথা ভুলিয়ে দিতে চেয়েছে
আর শিশ্নকেন্দ্রীক সাহিত্য সমালোচনা তাদের অস্বীকার করেছে ।
jei joto boro kothai boluk na kanoo… reality is bangladesher shadharon manush ( nari o purush ) akhon o nari k manush bolei mone kore na,, nari k shoman chokhe dakhe na… amra mukto mona, satrong, shodalap…. paper e, media te joto boro boro kothai boli na kano.. joto boro boro article e lekhi na kanoo.. joto mohan adorsher kothai boli na kanooo naribad niye…. bastobe eshob shadharon manusher kache khub kom e pouchae. bastobe ami MM er lekhok der like minded people khuje painaa. unader shudhu net, media, newspaper editorial,tv tei khuje pawa jai… . amar mone hoi bangali tradition, bangali culture e edeshe narir egonor pothe main badha.. amader culture e nari k discriminate korse… deeply vebe dekhun… onnanno desher shathe compare korun
এতকিছুই যদি আমরা মনে রাখতে পারতাম, তাহলে তথাকথিত নারীবাদীদের মাঠে ঘাটে এত চিল্লাফাল্লা করে নারী অধিকার আদায় করতে হত না!
এতসব এসিড মারমারি ও হত না।
জ়াতি হিসেবে আমরা বড়ই ভুল মনা।
নিজের মাকেই ভুলে গেছি! আর অন্য নারী!
সত্য স্বীকারে দ্বিধা নেই যে বিশ্ব ইতিহাসে মেয়েদের অজস্র অবদানকে আমরা ভুলে গেছি। নুরুজ্জামান মানিক কে ধন্যবাদ যে তিনি আমাদের আবার মনে করিয়ে দেয়ার চেষ্টা করছেন সেসব ত্যাগী – ভুলে যাওয়া মানুষের কথা।যত বেশী আমরা সেসব দূঃসাহসীনিদের কথা লিখব, পড়ব, তত বেশী সচেতনতার মাত্রা বাড়বে। তবে সবচেয়ে বড় কাজ টি হবে লেখার মাধ্যমে; সত্য , তথ্য ও ইতিহাস এতে লিপিবদ্ধ হয়ে থাকবে। একদিন তা সংকলিত হয়ে সভ্যতার ইতিহাসের অসম্পূর্নতাকে দূর করবে।
aare bhai purushtontro shoho shob trontrer jatakole pishte pishte amra chintar oo chokhe dekha-r khettre sobhai anddo oo bhodir hoye gechi– jekhane amader ekhon Bangalee-der karo-i kono khettre mukti nai sekhane nari name manobir kota ke kon kaale mone rekheche ba rahke bolon ????????? Hay mukti-juddo oo manob sovvota !!!