বৃষ্টিটা

ধোঁয়া সভ্যতা, অসুখ বাতাস, রোদ দুব্বল, চামড়ায় আঁশ, আজকে নাকি বৃষ্টি হবে, বৃষ্টি নাকি হবেরে আজ। আলোর চ্ছটা ঘোমটা হারা, চোখ ধাঁধানো; বেজায় খরা, বিষজল করে চাপকলে রাজ, বৃষ্টিশুদ্ধি, বলে; হবেরে আজ। ছোট্ট মানুষে বড়দের ভার, কর্কট; ওরে ধরছেরে কার? জ্বলছে বৃত্ত; খুঁটি পুঁজিবাদ, হবেরে তেমনি বৃষ্টিটা আজ! বাতাসে অসুখ; জল বিষাক্ত; অসুখ আলোতে; বাঁচাই [...]

নুন

গাঙপাড় কাশবন শাদাদের মাখামাখি; বিমূর্ত নাবোঝা অন্ধকার, নিটোল পায়ের শ্যামা মেয়েকে, জ্যোৎস্নারা দেবেনাকো ধার; শরতের শশী; হায় আবছা হয়েছে সেও, অভিমানে; কারা যেন নুন ঢেলেছে ওই উজানে অবিরাম, অরণ্যের কষ্ট শুনি জনান্তিকে, চিংড়ি ঘেরের হাওয়ায়। বেশী খুব লাগেনা তো মোটে; বাউলের দেশে, নদী পুকুরের মাছ, আচমকা মাঠেখোঁড়া আলু; কচু; টেনে তোলা দুটো শাপলা শালুক; বিনে [...]

Go to Top