নুন

গাঙপাড় কাশবন শাদাদের মাখামাখি; বিমূর্ত নাবোঝা অন্ধকার, নিটোল পায়ের শ্যামা মেয়েকে, জ্যোৎস্নারা দেবেনাকো ধার; শরতের শশী; হায় আবছা হয়েছে সেও, অভিমানে; কারা যেন নুন ঢেলেছে ওই উজানে অবিরাম, অরণ্যের কষ্ট শুনি জনান্তিকে, চিংড়ি ঘেরের হাওয়ায়। বেশী খুব লাগেনা তো মোটে; বাউলের দেশে, নদী পুকুরের মাছ, আচমকা মাঠেখোঁড়া আলু; কচু; টেনে তোলা দুটো শাপলা শালুক; বিনে [...]