যুদ্ধশিশুটি ও মা
আমাকে যে ওরা দান করে দিয়েছিলো, মাথা হেঁট করা লজ্জায় গো, আমার মা। যুদ্ধ-শিশুটিও হতে পারিনি তখন, তোমার অজান্তে ছিল দানপত্র তৈরি ভারমুক্তির তাচ্ছিল্যে মা গো, আমার মা। দেহ-মন রক্তলাল, অন্ধ তুমি কেঁদে, এই বাংলায়, ছিলে বা আছো বহুকাল, তুমি পরিত্যক্ত, এবং, আমিও মা গো, মা। মাতৃভাষা পারিনি শিখতে দূরদেশে, বলিদানের বিশ্ব-শিশু আমি, মা তুমি, [...]