একজন নীল এবং “বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠন”
আজ ৭ আগস্ট, নিলয় নীলের প্রথম মৃত্যুবার্ষিকী। একটি বছর হয়ে গেল, কিন্তু হয় নি ওর খুনিদের শাস্তি বা সঠিকভাবে সনাক্ত। একেক পর এক মুক্তমনা মুক্তচিন্তার মানুষ হত্যা করা হচ্ছে, কিন্তু সরকার যেন ছিল নিরবতার মূর্তি! নিলয় নীল এর নামে পরিচিত আমার বন্ধুর নাম নিলাদ্রী চ্যাটার্জি (নান্টু)। ওকে নিয়ে লিখতে গেলে একটি বই লেখা হয়ে যাবে, [...]