মঙ্গল গ্রহে ইনসাইট মহাকাশযানের সফল অবতরণ
ইনসাইট মহাকাশযানের পাঠানো সাম্প্রতিক ছবি বিজ্ঞানের একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেল বিশ্ব মিডিয়ায় প্রচার-প্রপাগান্ডার প্রায় অলক্ষ্যেই। সোমবার নভেম্বর ২৬,২০১৮ তারিখ মঙ্গল গ্রহে ন্যাশনাল এ্যারোনটিকস এ্যান্ড স্পেস এ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) পাঠানো মহাকাশযান অবতরণ করেছে। মানুষের মঙ্গল গ্রহে বাসস্থানের অভিযান আরও এক ধাপ এগিয়ে গেল এদিন। পৃথিবী থেকে ৪৮৬ মিলিয়ন কিলোমিটার (নর্থ আমেরিকা থেকে বাংলাদেশের দূরত্বের [...]