মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি?
লিখেছেনঃ অনুপম সৈকত শান্ত আদর্শ শরীর বলে কোন কিছু নেই। এ নিয়ে ফান্টাসি বা হীনমন্যতায় ভুগারও কিছু নেই! টিভিতে, ইন্টারনেটে, বিজ্ঞাপনে আদর্শ শরীর বলে যা কিছু দেখানো হয়, তা অনেক সময়ই ভুয়া এবং বিভ্রান্তিকর। নেদারল্যাণ্ডের মাধ্যমিক স্কুলের বায়োলজি বইয়ের প্রজননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম নামের অধ্যায়টি দেখছি। অধ্যায়টি মাধ্যমিক স্কুলের ক্লাস টু-তে সব ছাত্রছাত্রীকে পড়তে হবে। [...]