দুই আমেরিকা?
৮ নভেম্বর রাতে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে তখন আমি প্লেনে; স্থানীয় সময় রাত ৯টায় আটলান্টা ছেড়েছি। তখনও সবে আমেরিকার পূর্বদিকের স্টেটগুলো থেকে ফল আসতে শুরু করেছে। ফ্লোরিডা এবং নর্থ ক্যারোলাইনা স্টেট দুটো ট্রাম্পের পক্ষে যাওয়ার পরপরই ভয় দানা বাঁধতে শুরু করল প্লেনের সবার মধ্যে। প্রযুক্তির গুণে আজ আটলান্টিক মহাসাগরের উপরেও আমার [...]