অভিজিৎ রায়ের ‘সখি, ভালবাসা কারে কয়?’ সিরিজটি একত্রে!
ভালবাসা
প্রেম উদ্যানে ভালবাসার ফুল ফুটেছে! সে-ফুল ঝরে নাকো কভু, পরে না , মরেও না। অদ্ভুত সৌন্দর্য, আশ্চর্য সে-ফুল, রঙ বেরঙে, সৌরভে গৌরবে করে আকুল। ব্যাকুলিত হিয়া মনকাড়া ফুল দেখিয়া- " আত্মহারা, পাগল-পারা"। মনের আড়াল হয় না তা, চোখের আড়ালও হয় না। নয়নমণির মাঝে তাই, সদা প্রস্ফুটিত পাই। চোখের মাঝে চোখ রাখিলে দেখতে তারে পাবে। মধুর রসে প্রেমাবেশে কত ভ্রমর-অলি ছুটছে তারি [...]