বাংলার ইসলাম : কট্টর ও সহজিয়া পন্থার স্বরূপ সন্ধানে
বাংলায় ইসলামের প্রচার ও প্রসারে সুফিদের ভূমিকা ছিল মূখ্য, এ বিষয়ে এখন আর কোনো দ্বিমত নেই। সুফিদের প্রচারিত ইসলাম ছিল সহজিয়া ইসলাম। তারা শরিয়ত অপেক্ষা মারেফাত বা ঈশ্বরপ্রেমকেই বেশি গুরুত্ব দিতেন এবং হিন্দুধর্ম সম্পৃক্ত স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে খাপ খাইয়ে নিতেন, সমঝোতা করে চলতেন। ফলে শরিয়তপন্থী ধর্মতাত্ত্বিকদের চেয়ে সুফিরা অনেক বেশি গ্রহণীয় ছিলেন বাংলার জনসাধারণের [...]