“গুডুনাইটু”
ওদের বাড়িতে একদম কোণায় একটা ঘর ছিলো। তাকে আপনারা পড়ার ঘর বলতে পারেন, লাইব্রেরি বলতে পারেন, স্টাডি বলতে পারেন, কম্পিউটার রুম বলতে পারেন কিংবা পারেন আরও কিছু বলে ডাকতে, কিন্তু রাফিদা’র ভাষায় ওটার নাম – ‘গুহা’। ওটা নাকি ছিলো অভি’র গুহা। যে গুহার দেয়ালগুলো বইয়ের তাক দিয়ে ঘেরা, আর বিশাল স্ক্রীনের একটা কম্পিউটার সে গুহায় [...]