বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন-সাম্প্রদায়িক দাঙ্গা: একটি বহুমাত্রিক জিজ্ঞাসা
হাজারো ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত যেসব ঘটনা শুনতে হয়; তা কেবল জন্ম দেয় নতুন নতুন ভীতি, নতুন আশঙ্কার, চিন্তায় ফেলে দেয় আমার প্রিয়তম স্বদেশে কী হচ্ছে, কীভাবে বেঁচে আছে সাধারণ নীরিহ মানুষেরা? কতটা নির্বিচারে, অত্যাচারের সীমাহীন বর্বরতার মুখোমুখি হচ্ছে তারা; এসব চিন্তা শত ব্যস্ততার মাঝেও ভাবায় আমাকে। নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, হামলা, সম্পদ লুট; এই বিষয়টি [...]