আমার রবীন্দ্রনাথ : মৃণালিনী দেবীর পত্রকথা
অনন্ত মহালোক আশ্বিন ১৪২০ আমার রবীন্দ্রনাথ আমার জীবনে তুমি ধরেছ জীবন ওঁ সংসার, কলকাতার ভিড়, আত্মীয়বর্গের কলহ কোলাহল সব ছেড়ে দূরের নির্জনতায় তোমার মনে মুক্তি ও আনন্দের স্বাদ, তোমার মনে হয়েছে ডাঙ্গায় তোলা মাছ যেন জলে পড়ে প্রাণ ফিরে পেল। ‘কলকাতার ভিড়ে জীবনটা নিষ্ফল হয়ে থাকে।’ আমি তখন জোড়াসাঁকোয়, তুমি শিলাইদহ, সময়টা জুন ১৯০১ [...]