এবার কি তবে প্রত্যক্ষ ভাবে যুদ্ধাপরাধীদের পাশে দাঁড়ালো বি এন পি?
কথায় আছে যে, কুকুরের লেজ নাকি কোনদিন সোজা হয় না। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে হেরে, এবং দশম জাতীয় সংসদ বর্জন করার পরে বি এন পি এখন খুব বেশি সুবিধাজনক অবস্থায় নেই বলেই মনে হয়। কিন্তু ভুল থেকে যে তারা শিক্ষা নিতে রাজী নয় তার প্রমান আবার বি এন পি দিয়ে দিল। বি এন [...]