বেদে নিখুঁতভাবে বলা আছে আলোর গতিবেগ!
আমি কোনো কথা বলার আগে, আসুন হে পাঠক, এই হিসাবটায় চোখ বুলিয়ে একবার বেদের অপৌরুষেয়তায় চমৎকৃত হয়ে যান: আলোকের গতিবেগ সম্বন্ধে বৈদিক ঋষিরা বলেছিলেন :- "যোজনম্ সহস্ত্রে দোয়ে, দোয়ে শতে, দোয়ে চঃ যোজনে। একিনম্ নিমির্ষাদ্ধেন কর্মেনঃ নমস্তুতে।।" অর্থাৎ 2202 যোজন পথ নিমিষের অর্ধেক সময়ে (যিনি অতিক্রম) কর্ম্ম করেন তাঁকেনমষ্কার। এখানে দূরত্বের একক যোজন এবং সময়ের [...]