ঐতিহাসিকভাবে অপরিহার্য, তারুণ্যের এ জাগরণকে সাংস্কৃতিক লড়াইয়ে পরিণত করতে হবে
শাহবাগে তারুণ্যের এ জাগরণ ছিল ঐতিহাসিকভাবে অপরিহার্য। সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি, সমাজের বিকাশ বৈজ্ঞানিক নিয়ম মেনেই চলে এবং এ বিকাশ সদা উর্ধ্বমুখী। অর্থ্যাৎ এর গতি গুণগতভাবে সামনের দিকে । কিন্তু সমাজের বিকাশ সরল রৈখিক নয়, আঁকা-বাঁকা বন্ধুর । কখনো কখনো তা থমকেও দাঁড়ায় কিংবা কিছুটা পশ্চাৎগামীও হয়, তবে তা সাময়িক [...]