আমার বন্ধু অনন্ত
২০০৪ সালের শেষের দিকে মুক্ত-মনার সাথে আমার পরিচয়। বাসায় পিসি ছিলো কিন্তু ইন্টারনেট কানেকশন ছিলো না। আর তাই প্রতিদিন বিকালে যেতাম আম্বরখানার এক ছোট সাইবার ক্যাফেতে। ফ্লপি ভরে মুক্ত-মনার পিডিএফ ফরমেটের ফাইলগুলো নিয়ে আসতাম আর রাত জেগে পড়তাম। মুক্ত-মনার লেখা পড়ে এতোই আলোড়িত হয়েছিলাম যে একদিন সাহস করে দূর্বল ইংরেজিতে লিখে ফেলি অভিজিত দাকে এক [...]