(কবিতা আমি বুঝি কম। তারপরও হঠাৎ হঠাৎ কেমন যেনো একটা ভাব এসে যায় 😛 , তাই লিখে ফেলি এই ছাইভস্ম !! তবে সুবিধা হচ্ছে, আধুনিক কবিতা বলে একটা জিনিস থাকায় এই ” ছাইভস্ম”টুকু কবিতা বলে একালে চালানো যায় 🙂 তাই সবার কাছে অনুরোধ কবিতাটির সাহিত্য মূল্য যাচাইয়ের বৃথা চেষ্ঠা না করার )

(১)
ভুল ও দুঃখের কবিতা!

হে জীর্ণ ভুলগুলো আমার, কি আপ্রাণ চেষ্ঠা আমার;
তোমাদের ভুলে যাবার !
হে শীর্ণ দুঃখেরা , কি আপ্রাণ চেষ্ঠা আমার;
তোমাদের দূরে রাখার !

আমার ভুলেরা এসে বলে আমার থেকে শিখো,
আমার দুঃখেরা এসে বলে আমাকেও ভালোবেসো।।

কিন্তু, আমি শুদ্ধ হতে যেয়ে, আবার ভুল করে ফেলি;
আমি সুখ পেতে যেয়ে, আবার দুঃখ পেয়ে ফেলি।।

আমার ভুল থেকে হয়না শেখা, হয়না ভালোবাসা দুঃখকে;
সব বুঝেও কেনো যে বন্ধ রাখি, এ অন্তর চক্ষুকে !!

(২)
আমার সিলেট!! (হুমায়ুন আজাদের প্রবচনের আলোকে)

মানুষ মরলে লাশ হয়, আর সংস্কৃতি মরলে প্রথা হয় ;
ইসলাম সিলেটের সংস্কৃতিকে কবর দিয়ে, গড়েছে মাজার
ধর্ম হয়ে উঠেছে সংস্কৃতি, মননে প্রথা ধরিয়েছে পচন!!

সিলেটের মুসলমানদের মুক্তি ঘটে নি, কারণ তারা
অতীত ও মহাপুরুষ সম্পর্কে কোন সত্য নিষ্ঠ আলোচনা করতে দেয় না;
তারা বিশ্বাস করে জায়নামায়ে চেপে নদী পার হওয়া যায়,
আযান দিয়ে ভাঙ্গা যায় প্রাসাদ!!

(৩)
তোর সাহস নেই রে বোকা!

দরজার বাইরে কান্নার শব্দ শুনে,
দরজা খুলে উঁকি দিয়ে দেখি কাঁদছে,
আমার স্বপ্নেরা !!

ওরা বলে তুমি যাবেনা !?

আমি পেছন ফিরে দেখি,
আমায় যেতে দেবেনা তাই সকরুণ চোখে তাকিয়ে,
আমার ভয়গুলো !!

আমি দরজা বন্ধ করে দেই, শুনি
দরজার ওপাশ থেকে স্বপ্নগুলো বলে উঠে,
জীবণ একটাই !

আমি দরজা খুলে বেরিয়ে এসে দেখি,
আমার বৃষ্টিতে ভেজার স্বপ্নটা নেই,
শুধু পড়ে আছে কিছু জল;
আমার কাঁদায় খেলবার স্বপ্নটা নেই,
ফ্লোরে মাখা মাখি হয়ে আছে কিছু কাঁদা;

সেই কাঁদায় অঙ্গুল চালিয়ে
আমারই কোন স্বপ্ন লিখেছে;
”তোর সাহস নেই রে বোকা!!”