ব্রামাকা পরিবার-২
ব্রামাকা পরিবারের প্রধান উদ্দেশ্য ছিলো আরবদের নিকট থেকে পারসীয়ান সাম্রাজ্য পুনরুদ্ধার-যদিও তা ব্যর্থ হয়, তথাপি তারা আরব সমাজে তাদের পারসীয়ান সংস্কৃতি, রীতি-নীতির এমন প্রভাব বিস্তার করতে পেরেছিলো যে বিশেষ করে কোরানে বর্ণিত যে ইসলাম মুহম্মদ (সাঃ) প্রচার করেছিলেন তার সম্পূর্ণটা পরিবর্তন করে এক নতুন আজামি বা অনারবীয় ইসলামের প্রচার শুরু করেন। তবে এর সূত্রপাত ঘটে [...]