বিজয়ের মাসে জয়ের নিশান উড়াক আমাদের কিশোরীরা
কয়েক বছর আগে হঠাৎ করেই বাংলাদেশে একটা অসাধারণ ঘটনা ঘটেছে। মেয়েরা ফুটবল খেলা শুরু করেছে। এর আগে যে আমাদের মেয়েরা টুকটাক ফুটবল খেলে নি তা নয়, তবে সিরিয়াসলি খেলা শুরু মাত্র দুই তিন বছর আগে শুরু করেছে তারা। হ্যান্ডবল, ভলিবল, কাবাডি বা ক্রিকেটের মত দলগত খেলায় মেয়েদের অংশগ্রহণ বেশ আগে হলেও ফুটবলের মাঠে পা রাখে নি তারা তেমন [...]