ক্রোমোজম ২
ক্রোমোজম ২ অনিকেত ঘটনার শুরু ক্লাস সিক্সে। ইসলাম ধর্মের ক্লাস। ছাত্র ছাত্রীদের অর্ধেক ঘুমিয়ে। বাকি অর্ধেক ধুমের পথে। স্যার প্রায় রোবটের গলায় বই থেকে পড়ে যাচ্ছেন। এক জায়গায় এসে তিনি পড়ছিলেন, মানব জাতি কে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। আমার মাথায় যে কি ভূত চাপল। আমি দাঁড়িয়ে বললাম,স্যার,আসলে তো আমরা বানর থেকে আসছি তাই না? স্যার [...]