কত্ত বছর ধরে PBS, PBS EON, Scishow এর মত ইউটিউব চ্যানেলগুলো দেখে ভাবতাম, আহারে, বাংলায় এমন গবেষণা ভিত্তিক, নির্ভরযোগ্য, মজার সব ভিডিও যদি তৈরি করতে পারতাম! আমাদের হাতে এখন কত্ত রিসোর্স, কত্ত পৃথিবীজোড়া যোগাযোগ, কেন আমরা নিজের ভাষায় সম্মিলিত-মানব-সংস্কৃতির জ্ঞানবিজ্ঞানগুলো বৈশ্বিক মানে এবং নির্ভরযোগ্যতায় উপভোগ করতে পারবো না? গত এক বছর ধরে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে ফেলো হিসেবে কাজ করার সময় শেষ পর্যন্ত কাজটায় হাত দিয়েই দিলাম। ২০১৫ সালে কর্পোরেট জীবন ছেড়েছি কিন্তু এখনো অনেক যোগাযোগ আছে, আন্তর্জাতিক মানবতাবাদী সংস্থার এবং বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কাজ করি তাই গবেষক এবং শিক্ষকরা তো আছেন চার পাশেই, বেশ কয়েকজন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র নির্মাতা এবং সিনেমাটোগ্রাফার বন্ধুও আছেন যারা সহযোগিতা করতে রাজি।

তাহলে আর দেরি কিসের!

আমি আর ইমতিয়াজ শামস কাজ শুরু করলাম, তারপর যা ঘটলো তা অচিন্তনীয়- বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং দক্ষ বিশারদেরা আগ্রহ প্রকাশ করতে শুরু করলেন। গত এক বছরে যে-ভালোবাসায় আর বিপুল উদ্যোগে সবাই এই অত্যন্ত ব্যয়বহুল (সময় এবং অর্থ দুই দিক থেকেই) প্রজেক্টে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন যে আর পিছানোর উপায় থাকলো না।

ধীরে ধীরে চোখের সামনে গড়ে উঠলো ‘থিংক’ – বাংলা এবং ইংরেজিতে। লন্ডনে স্টুডিও তৈরি হলো, ভিডিও সম্পাদক নিয়োগ হলো, থিংক এর চ্যারিটি হিসেবে নিবন্ধন হলো, বেশ কিছু বিজ্ঞানী এবং গবেষকদের ইন্টার্ভিউ এবং কাজের ভিত্তিতে স্ক্রিপ্ট লেখা হলো, একটার পর একটা টেকনিকাল এবং প্রশাসনিক সমস্যার সমাধান করতে হলো, ভিডিও ফিল্ম করতে গিয়ে বোঝা গেলো কত্ত আনকোরা আমি এই জগতে 😀😀 .. ।

আমাদের বিশেষজ্ঞদল, কর্মী, সুহৃদ এবং স্বেচ্ছাসেবীদের শ্রম, সময়, অর্থ ও জ্ঞানের সম্মিলিত ফসল এই থিংক। ৮-১০ মিনিটের কন্টেন্টে, সবার জন্য সহজ করে বলে সব তথ্য দিয়ে দেওয়া সম্ভব না, তবে আমাদের এই তথ্যচিত্রগুলো যদি আপনাকে একটু হলেও ভাবায়, কোনো বিষয়ে আগ্রহী করে তোলে, আরেকটু গভীরে যাওয়ার অনুপ্রেরণা যোগায় তাহলেই আমরা নিজেদের সার্থক মনে করবো।

আশা করছি, আপনারা সাথে থাকবেন, ছড়িয়ে দেবেন ভিডিওগুলো বাংলা ভাষাভাষীদের মাঝে, পরামর্শ দেবেন(আমাদের টিমে সরাসরি যুক্ত হতে চাইলেও জানাবেন) আরও ভালো কন্টেন্ট বানানোর, আরও অনেক উঁচুমানের তথ্যসমৃদ্ধ ভিডিও বানানোর।

সাবস্কাইব করুন থিংক এর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

.

পৃথিবী ছোটো হচ্ছে যেমন, তেমনি বড়ও হচ্ছে। বাড়ছে জ্ঞান, কমছে দূরত্ব। তথ্য পাচ্ছি অফুরন্ত, কিন্তু প্রশ্ন করার বা যাচাই করার সংস্কৃতি গড়ে উঠছে না। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সবখানেই বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির বড্ড অভাব, যথাযথ তথ্যেরও।

আমার ‘থিংক’ বাংলায় এখানটাতেই জোর দিতে চাই – নিজের ভাষায় জ্ঞান চর্চার সাথে মেশাতে চাই শেখার আনন্দ, নিশ্চয়তা দিতে চাই সঠিক তথ্যের, গড়ে তুলতে চাই বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি। জটিল ব্যাপারগুলো, সহজে তুলে ধরে, জানার কৌতূহল জাগিয়ে আমরা মনের বিকাশ ঘটাতে ও চিন্তার গভীরতা বাড়াতে চাই। আমারা চাই, আনন্দময় পরিবেশে জানার ও বোঝার সংস্কৃতি ছড়িয়ে পড়ুক যাতে এই মহাবিশ্বের জ্ঞানপ্রবাহে আমরাও অংশ নিতে পারি । শিশু থেকে বয়স্ক, বিজ্ঞ থেকে আমজনতা সবাই যেন উপভোগ করে এই তথ্যচিত্রগুলো, এটাই আমাদের লক্ষ্য।

আমাদের বিশেষজ্ঞদল, কর্মী এবং সেচ্ছাসেবীদের শ্রম ও জ্ঞানের যোগফল আপনাদের হাতে তুলে দিচ্ছি যা আপনারাও নির্দ্বিধায় তুলে দিতে পারবেন সবার হাতে। আমাদের নতুন প্রজন্ম চিন্তাশীল ও জ্ঞানবান হয়ে এগিয়ে যাবে ভবিষ্যতের দিকে, এটাই আমাদের উদ্দেশ্য।

‘থিংক’ এর ইউটিউব চ্যানেল এ সাবক্রাইব করে, আনন্দময় জ্ঞানের এই পথ চলার সঙ্গী হোন।

”থিংক জিজ্ঞাসু মনের জন্য”

ইউটিউব চ্যানেলঃ
www.youtube.com/ThinkBangla

ওয়েব সাইটঃ
www.thinkschool.org/bangla
www.thinkschool.org

থিংক ট্রেইলার: