২০১৭ সালে পাঠ্যপুস্তক থেকে বাদ পড়া লেখাগুলো নিয়ে ই-বুক ‘যা আমাদের পড়তে দেয়নি’। সংকলন করেছেন সমুদ্র সৈকত। ই-বইটি বিনামূল্যে ডাউনলোড এবং সবার সাথে শেয়ার করতে পারবেন। ই-বইয়ের সূচীপত্র লিংক করা রয়েছে। সূচীপত্র থেকে নির্দিষ্ট কোন লেখায় যেতে চাইলে ওই লেখার শিরোনামে ক্লিক করতে হবে। সূচীপত্রের পরের যেকোন পৃষ্ঠার নিচে পৃষ্ঠা নম্বরে ক্লিক করে আবার সূচীপত্রে ফিরতে পারবেন।
মুক্তমনা সার্ভার থেকে বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Thanks a lot.
সেল্যুট! :rose:
চমৎকার কাজ হয়েছে, সমুদ্র। অনেক ধন্যবাদ কাজটি করার জন্য এবং তা মুক্তমনায় শেয়ার করার জন্য।
দারুণ কাজ।
এখন এটাকে সফল করতে হবে; যত বেশি সংখ্যক শিক্ষার্থীর কাছে বইটা পৌঁছাবে তত বেশি এ উদ্যোগ সফল হবে।
জয় হউক ভাই আপনাকে নিরন্তরভাবে শুভকামনা ★
দারুন একটা কাজ করেছেন।
আমরা অনেকেই শুধু ছাগলে আম খায় নিয়ে ব্যস্ত ছিলাম। ছাগলরা কি খায়নি তা জানা গেল এ উদ্যোগের মাধ্যমে। এ চমৎকার উদ্যগের ফলাফল ফেইস বুকে শেয়ার না করে পারলাম না। এর বহুল প্রচার আশা করছি।
ধন্যবাদ। ভালোবাসা।
অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ সৈকত ভাই। ভালোবাসা।
এই অসাধারন উদ্যোগের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ রাজীব ভাই। ভালোবাসা।
সমুদ্র সৈকতকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগটির জন্য। তার এই উদ্যোগের অংশ হতে পেরে আমি খুব আনন্দিত। আশাকরি সৈকত তার এ ধরনের কাজগুলো চালিয়ে যাবে।
শুভকামনা।
আপনাকেও ধন্যবাদ সবাক ভাইয়। গত ১ মাস আমার জ্বালাতন আপনারা সহ্য না করলে এই বইটি হতো না।
অনেক ভালোবাসা।