মুক্তমনা প্রতিষ্ঠাতা, লেখক অভিজিৎ রায়ের নির্মম হত্যাকাণ্ডের পেরিয়ে গেছি দুইটি বছর। গত তেইশে ফেব্রুয়ারি মুক্তমনার পক্ষ থেকে তার বাবা অজয় রায়ের সাথে কথা হয়েছে লেখক অভিজিৎ রায়কে নিয়ে, অভিজিৎ রায় পরবর্তী বাংলাদেশ নিয়ে, সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূলের উপায় সহ বিভিন্ন বিষয় নিয়ে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন শান্তা আনোয়ার। কারিগরি সহায়তায় ছিলেন সঞ্জীবন সুদীপ। সার্বিক তত্ত্ব্বাবধান করেছেন মুক্তমনা ব্লগার সাব্বির হোসেইন ও মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ।
অজয় রায়ের সাক্ষাৎকার: “অভিজিৎ হত্যাকারীরা সফল হবে না বাংলাদেশে”
About the Author: অজয় রায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও লেখক।
মুক্তচিন্তা প্রকাশের ফলে যাদের খুনে মাটি হয়েছে রন্জিত সেই রক্তের এক বিন্দুও বিফলে যায়নি।প্রতিদিনই বেড়েই চলেছে মুক্তবুদ্ধি চর্চাকারী মুক্তমনাদের সংখ্যা।
অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিচার কখনো হবে না, কারন আমরা রিলিজিয়ন মধ্যে লুকিয়ে থাকা অমানুষগুলো কখনো তা হতে দিবো না। কখন যে মানুষ অভিজিৎ রায়’এর মত করে ভাববে।
এই সাক্ষাৎকার বলে দেয় কত বড় মনের মানুষ ডঃ অজয় রায়। তাঁর অনেক স্নেহের নিরাপরাধ সন্তানকে আমাদের দেশের কিছু লোক বাঁচতে দেয় নি। এর পেছনে দায়ী আমাদের সংখ্যাগুরুদের ধর্ম-বিশ্বাস। অথচ এই সাক্ষাৎকারে তিনি দেশ, ধর্ম বা মানুষের প্রতি কোন তিক্ততাই প্রকাশ করেন নি; বরং তাঁর বক্তব্যে ফুটে উঠেছে মানুষ আর দেশের প্রতি মমতা্রই কথা, বাংলাদেশ নিয়ে তাঁর ভাবনা আর স্বপ্নের কথা। পূণ্যাত্মা শব্দটি শুনেছি, আর এখন এর মানে আরও ভালভাবে বুঝলাম।
“অভিজিৎ হত্যাকারীরা সফল হবে না বাংলাদেশে”……স্যারের এই কথাটি চিরসত্য হয়ে টিকে থাক!
বাবা হয়ে সন্তানের মৃত্যুর সম্পর্কে বলা কি কষ্টের…অভিজিৎ রায় হত্যার বিচার চাই।
একদা অজয় স্যারের আমিও একটি সাক্ষাতকার নিয়েছিলাম। তার দুটি ভিডিও ক্লিপিং এখানে
https://youtu.be/67Ud4QppL-I
https://youtu.be/icPajJ2lcmc
আর পুরো সাক্ষাতকার এখানে:
http://bangla.newsnextbd.com/article188200.nnbd/#sthash.pyxxT2xN.dpuf
অজয় স্যারের মুখ দিয়ে অনেক অপ্রিয় কথা উঠে এসেছে। অজয় স্যারের অনেক সাক্ষাৎকার পড়েছি, সেগুলোতে নিশ্চয় পত্রিকাওয়ালারা সেন্সর করে, তার সকল বক্তব্য তুলে ধরে না। সেক্ষেত্রে এই সাক্ষাৎকারটি ল্যান্ডমার্ক। অনেক অপ্রিয় সত্য স্যার বলেছেন।
সংশ্লিষ্টদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা।
অভিজিৎ আমাদের ছেড়ে চলে গিয়েছে কিন্তু রেখে গেছে অনেক স্মৃতি। অভিজিৎরা একা নয় আমরাও তার সাথে আছি। মুক্তমনা লেখা এগিয়ে যাবে, জংগীগোস্টি কিছুই করতে পারবে না।
ভিডিও কোয়ালিটি যদিও তেমন ভালো হয়নি কিন্তু সাক্ষাৎকারটি অনবদ্য। রেফারেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। সাক্ষাৎকার গ্রহণকারীদের ধন্যবাদ।
“অভিজিৎ কে হত্যা করেই মুক্তমনার কর্মকাণ্ড থামানো যাবে না, কারণ অভিজিৎ একা নন!” ✌
#iamavijit