লিখেছেনঃ যুক্তি পথিক
আমি বাংলাদেশ
একাত্তরের আমাকে মনে আছে নিশ্চয়ই ?
রক্তে লেখা সেই গুচ্ছ কবিতা –
এখনও পান্ডুলিপি!
এখনও রাত্রির করোটিতে :
হায়েনারা উৎসব করে;
বহমান অন্ধকারে এখনও শুনি :
মধ্যযুগের সংলাপ !
এখনও আমার পথে –
বর্বরের অভিযাত্রা ;
নির্বাসিত আমি?
কেতাব-কংকাল এখনো এখানে
নিশ্বাস নেয় ,
আমার পদ্মা, আমার মেঘনা
এখনও রক্ত দ্যাখে!
তবুও ক্লান্ত নই –
শুনেছি আমি
সংশয়ী সভ্যতার চিৎকার ;
দেখেছি , অন্য এক স্বপ্ন
কৌতুহলী চোখে !
আমার পদ্মা, আমার মেঘনা
এখনও রক্ত দ্যাখে!
অসাধারণ
সাথে থাকবার জন্য ধন্যবাদ ।
ভাল লাগল।
সাধু সাধু।
ধন্যবাদ ।